ডেস্ক নিউজ : রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন একুশে পদকপ্রাপ্ত চিত্রশিল্পী মনসুর উল করিম। আজ সোমবার (৫ অক্টোবর) দুপুর ১২টায় তিনি মারা যান (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
তাঁর মেয়ে সাদিয়া শামিম মনসুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, হার্টের সমস্যা নিয়ে বেশ কয়েকদিন আগে ইউনাইটেড হাসপাতালে ভর্তি ছিলেন। বাবার ইচ্ছা অনুযায়ী মরদেহ রাজবাড়ীর বুননে নেওয়া হবে।
মনসুর উল করিম ১৯৫০ সালে রাজবাড়ীতে জন্মগ্রহণ করেন। তিনি চিত্রশিল্পী ও অধ্যাপক। দীর্ঘ ৪০ বছর তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে অধ্যাপনা করেন।
সত্তর দশকের শুরু থেকে তিনি দেশের চিত্রশিল্পে অবদান রেখেেছন। চিত্রকলায় অবদানের জন্য ২০০৯ সালে একুশে পদক পান মনসুর উল করিম।
২৪ ঘণ্টা/রাজীব
Leave a Reply