চবি প্রতিনিধিঃ সম্প্রতি দেশের বিভিন্ন স্থানে গণধর্ষণ ও ধর্ষণের ঘটনা ঘটায় ধর্ষণের বিরুদ্ধে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৫ অক্টোবর) বেলা ১১ টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারের সামনে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাজতত্ত্ব বিভাগের শিক্ষার্থী রফিকউজ্জামান ধ্রুবর সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন- লোকপ্রশাসন বিভাগের বীর বাহাদুর, নাট্যকলা বিভাগের শিঞ্জিনি স্নিগ্ধা, ছাত্র ইউনিয়ন চবি সংসদের সাধারণ সম্পাদক আশরাফী নিতুসহ আরো অনেকে। এছাড়া সমাবেশে সংহতি জানিয়ে সমাপনি বক্তব্য রাখেন সমাজতত্ত্ব বিভাগের শিক্ষক মাইদুল ইসলাম।
সমাবেশে বক্তারা বলেন, ধর্ষণের এই মহামারির কারণ হলো ক্ষমতা, ক্ষমতার এই কালো হাত ভেঙে দিতে হবে। ক্রসফায়ার নয়, আদালতের মাধ্যমে ধর্ষকের মৃত্যুদণ্ড নিশ্চিত করতে হবে। ধর্ষকদের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে।
সাধারণ শিক্ষার্থীদের এ সমাবেশে সংহতি জানান, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন চবি সংসদ, পিসিপি (জেএসএস) এবং সমাজতত্ত্ব বিভাগের শিক্ষক মাইদুল ইসলাম।
২৪ ঘণ্টা/রিহাম/মেহেদী
Leave a Reply