রাউজানে শিশু ধর্ষণের অভিযোগে থানায় মামলা দায়ের

২৪ ঘণ্টা, ডেস্ক নিউজ : চট্টগ্রামের রাউজানে ১১ বছর বয়সী শিশুকে ধর্ষণের অভিযোগে থানায় অভিযোগ দায়ের করেছেন ধর্ষিতা শিশুর পিতা সুকুমার বড়ুয়া। মামলা নং ০৭, ৫.১০.২০২০।

মামলায় রাউজানের ১২ নং উরকিরচর ইউনিয়নেরর আবুরখীলের নন্দনকানন গ্রামের যামিনী বড়ুয়ার পুত্র সাধন বড়ুয়াকে (৭৫) অভিযুক্ত করা হয়।

ধর্ষিতার পিতা, রাঙ্গামাটি পৌরসভার ৬ নং ওয়ার্ডের ভেদভেদী এলাকার মৃত রুহিনী বড়ুয়ার পুত্র সুকুমার বড়ুয়া বলেন, ৮ বছর পূর্বে আমার স্ত্রী মারা যায়। এ সময় আমাদের দুই সন্তান ছোট থাকায় তাদের দেখভাল ও পড়াশোনার কথা ভেবে তাদেরকে রাউজান উপজেলার উরকিরচর ইউনিয়নের আবুরখীলের নন্দনকানন এলাকায় আমার ছোট বোন প্রতীমা বড়ুয়ার শ্বশুরবাড়ীতে রেখে আসি। দুই ভাই-বোন ফুফুর তত্ত্বাবধানে বেড়ে উঠছিল। গত ৩ অক্টোবর বিকেল আনুমানিক চারটার দিকে আমার বোনের শ্বশুরবাড়ীর সাধন বড়ুয়া (৬৫) ফুসলিয়ে আমার তৃতীয় শ্রেণী পড়ুয়া শিশু কন্যাকে তার বসতঘরের দক্ষিণ পাশে পুকুর পাড়ের খালি ঘরে নিয়ে গিয়ে ধর্ষণ করে তার হাতে পাঁচশত টাকার একটি নোট ধরিয়ে দেয়। পরে আমার মেয়ে ফুফুর ঘরে আসলে তার হাতে টাকার নোট দেখে সেটি কে দিয়েছে জানতে চাইলে আমার মেয়ে তার ফুফুকে পুরো বিষয়টি খুলে বলে। তাৎক্ষনিক আমার ছোট বোন মোবাইলে বিষয়টি আমাকে জানালে আমি চট্টগ্রাম শহরে নিজের গ্রীল ওয়ার্কসপে কাজের ব্যস্ত থাকায় পরদিন সকালে বোনের শ্বশুরবাড়িতে ছুটে যাই। এ সময় আমি আমার মেয়েকে জিজ্ঞেস করলে সে ঘটনার বিস্তারিত আমাকে খুলে বলে। পরে আমার বোন আর আমি মেয়েকে নিয়ে রাউজান থানায় গিয়ে মামলা দায়ের করি। আমি চাই, যে নরপশু আমার মাতৃহারা শিশুকে ধর্ষণ করেছে তার যেন বিচার হয়।

এই বিষয়ে রাউজান থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুল্লাহ আল হারুন বলেন, শিশু ধর্ষণের অভিযোগে রাউজান থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ সালের সংশোধনী ২০০৩ এর ৯ (১) ধারায় মামলা দায়ের হয়েছে। ভিকটিম রাউজান থানা হেফাজতে রয়েছে। আগামীকাল মঙ্গলবার মেয়েটির ডাক্তারি পরীক্ষা হবে। এরপর রিপোর্ট পেলে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে।

সুকুমার বড়ুয়া বলেন, ধর্ষণকারী সাধন বড়ুয়াকে সোমবার বিকেলে র‍্যাব তার বাড়ী থেকে গ্রেফতার করেছে।

সাধন বড়ুয়াকে গ্রেফতারের বিষয়ে জানতে চাইলে রাউজান থানার অফিসার ইনচার্জ আবদুল্লাহ আল মামুন বলেন, এ বিষয়ে আমরা অবগত নই।

২৪ ঘণ্টা/রিহাম

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *