ফেসবুকে প্রধানমন্ত্রীর ছবি বিকৃত, সীতাকুণ্ডে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা

সীতাকুণ্ড প্রতিনিধি : সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদেরকে নিয়ে মানহানীকর বিকৃত করে পোষ্ট দেয়ার অভিযোগে মো.সাইফুল ইসলাম (৩২) নামে এক যুবকের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করা হয়েছে।

সোমবার দুপুরে উপজেলার ভাটিয়ারী ইউপি চেয়ারম্যান মো.নাজিম উদ্দিন বাদী হয়ে মামলাটি করেন।

অভিযুক্ত সাইফুল কুমিল্লা জেলার লাঙ্গল কোট থানার আনজিয়া পাড়া এলাকার নেজাম উদ্দিনের পুত্র। সে বর্তমানে পোর্টলিংক লজিস্টিক ডিপোতে ফজল হক মাঝির অধিনে দিনমজুর হিসাবে কাজ করেন।

মামলার বিষয়টি সীতাকুণ্ড মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.ফিরোজ হোসেন মোল্লা নিশ্চিত করেছেন। মামলার এজাহারে বলা হয়,‘জেএস সাইফুল ইসলাম’ নামে একটি ফেসবুক আইডি থেকে শনিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদেরকে নিয়ে তিনটি মানহানীকর ব্যঙ্গ চিত্র ও কুরুচিপূর্ণ স্ট্যাটাস দেয়। ওই স্ট্যাটাসে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুন্ন হয়েছে।

এ ব্যাপারে মামলার বাদী ভাটিয়ারী ইউপি চেয়ারম্যান মো.নাজিম উদ্দিন বলেন, আওয়ামী লীগের একজন আদর্শিক কর্মী হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বন্ধুপ্রতীম দেশ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদেরকে নিয়ে দেয়া কুরুচিপূর্ণ পোস্টে আমি সংক্ষুব্ধ হয়েছি। দলীয় সভানেত্রীর সম্মানহানি আমি কোনোভাবেই মেনে নিতে পারি না। সে জন্যই অভিযুক্তের বিরুদ্ধে মামলা দায়ের করেছি। তিনি এ ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেন।

এ ব্যাপারে সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ হোসেন মোল্লা বলেন,ইতোমধ্যে মামলার তদন্ত কাজ শুরু হয়েছে। তদন্ত সাপেক্ষে অভিযুক্তের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।

২৪ ঘণ্টা/রিহাম/দুলু

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *