করোনায় আক্রান্ত বর্ষীয়ান অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়

করোনায় আক্রান্ত হলেন বর্ষীয়ান অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়। তাঁকে ভর্তি করা হয়েছে কলকাতার বেলভিউ হাসপাতালে। চিকিৎসকরা জানিয়েছেন, মঙ্গলবার সকালেই তাঁর করোনার রিপোর্ট পজিটিভ আসে। তারপরেই তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল।

গত কয়েক দিন ধরেই অসুস্থ ছিলেন সৌমিত্রবাবু। তারই জেরে সোমবার তাঁর করোনা পরীক্ষা করা হয়। হাসপাতাল সূত্র জানায়, সোমবার রাতেই তাঁর জন্য বেলভিউ হাসপাতালে বেড বুক করা হয়। মঙ্গলবার সকালে করোনার রিপোর্ট আসার পরেই তাঁকে ভর্তি করা হয়।

সৌমিত্রবাবুর বয়স এখন ৮৫ বছর। তবে এই বয়সেও নিয়মিত শ্যুটিং করেন তিনি।

করোনাকালে লকডাউনে স্টুডিও বন্ধ ছিল বলে তিনি শ্যুটিং করতে পারেননি। কিন্তু শ্যুটিং চালু হতেই পর পর দুইটি সিনেমায় অভিনয় করেন তিনি। সর্বশেষ কাজ করেছেন পরমব্রত চট্টোপাধ্যায়ের ‘অভিযান’ ছবিতে। এই মুহূর্তে তাঁর আত্মজীবনীমূলক একটি ছবিতে শ্যুটিং করছিলেন সৌমিত্র।

করোনা-কালে একাধিক বিষয়ে কথা বলেছেন সৌমিত্র। করোনার লকডাউনে পরিযায়ী শ্রমিকদের অবস্থা নিয়েও কিছু দিন আগে সরব হয়েছিলেন এই প্রবাদপ্রতিম অভিনেতা। লকডাউনে টলিউডের কলাকুশলিদের রোজগার বন্ধ হয়ে যাওয়ার পরে তাঁদের জন্য আর্থিক অনুদানের দাবিও করেছিলেন তিনি।

শুধু সৌমিত্র নন, গত কয়েক দিনের মধ্যে টলিউডের একাধিক অভিনেতা-অভিনেত্রী করোনার শিকার হয়েছেন। মা হওয়ার পরেই করোনায় আক্রান্ত হন কোয়েল মল্লিক। তাঁর বাবা রঞ্জিৎ মল্লিক, স্বামী নিশপাল সিং-ও করোনায় আক্রান্ত হয়েছিলেন। তবে সৌমিত্রবাবুর করোনা ধরা পড়ায় রীতিমতো সাড়া পড়ে গিয়েছে টলিউডে। গত কিছুদিনে তাঁর সঙ্গে কাদের দেখা হয়েছিল, তা খতিয়ে দেখা হচ্ছে।

এমনিতে ৬৫ বছরের বেশি যাঁদের বয়স তাঁদের এখনও বাড়ি থেকে বেরনোর অনুমতি নেই। সরকারের সার্কুলে বলা হয়েছে, ১০ বছরের নীচে এবং ৬৫ বছরের উপরের ব্যক্তিদের বাড়িতে থাকাই ভালো। সৌমিত্রবাবু অবশ্য শ্যুটিং করছিলেন নিয়মিত। শ্যুটিংয়ের ফ্লোর থেকেই তাঁর করোনার সংক্রমণ হলো কি না, তা নিয়েও আলোচনা হচ্ছে।

২৪ ঘণ্টা/রিহাম

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *