চলে গেলেন আফগান ওপেনার নাজিব তারাকাই

আফগানিস্তানের উদ্বোধনী ব্যাটসম্যান নাজিব তারাকাই আর নেই। সড়ক দুর্ঘটনায় কোমায় চলে যাওয়া এই ক্রিকেটার পৃথিবীর মায়া কাটিয়ে পরপারে পাড়ি জমিয়েছেন। ২৯ বছর বয়সেই থেমে গেল তার জীবন ঘড়ি।

শুক্রবার (২ অক্টোবর) আফগানিস্তানের জালালাবাদ শহরে একটি প্রাইভেট কারের ধাক্কায় গুরুতর আহত হন তারাকাই। নানগারহারের একটি হাসপাতালে তাৎক্ষনিক অস্ত্রোপচারও করা হয়। কিন্তু কোমায় চলে গিয়েছিলেন তিনি। শেষ রক্ষা আর হলো না। মঙ্গলবার (৬ অক্টোবর) মৃত্যুবরণ করেছেন এই ডানহাতি ব্যাটসম্যান।

দুর্ঘটনার পর থেকে তার চিকিৎসার সকল ব্যয় বহন করে আসছিল আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)। মঙ্গলবার সকালে এই টুইট বার্তায় বোর্ডটি তারাকাইয়ের মৃত্যুর খবর নিশ্চিত করেছে এবং শোক প্রকাশ করেছে।

আফগানিস্তান ক্রিকেট বোর্ড এক বার্তায় লিখেছে, ‘মারাত্মক দুর্ঘটনায় প্রাণ হারানো আক্রমণাত্মক ব্যাটসম্যান ও চমৎকার একজন মানুষ নাজিব তারাকাইয়ের মৃত্যুর হৃদয়বিদারক খবরে এসিবি ও আফগানিস্তানের ক্রিকেট প্রিয় জাতি শোকাহত। আল্লাহ তাকে শান্তিতে রাখুন।’

আফগানিস্তানের পক্ষে ১২টি টি-টোয়েন্টি ও একটি ওয়ানডে ম্যাচ খেলা এই ক্রিকেটারের অকাল মৃত্যুতে ক্রিকেট দলটির বড় ক্ষতি হয়ে গিয়েছে বলেও জানিয়েছে তারা।

২৪ ঘণ্টা/রিহাম

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *