খাগড়াছড়ি শহরে সরকারি গাড়ীর ধাক্কায় শিশু’র মৃত্যু

খাগড়াছড়ি শহরের টিএন্ডটি এলাকায় একটি সরকারি গাড়ীর ধাক্কায় রোকসানা আকতার রাফি নামের ২০ মাস বয়সী এক শিশু’র মৃত্যু হয়েছে।

রোববার সকাল ৯টার দিকে বিচারিক বিভাগের একটি গাড়ি মোড় ঘোরানোর সময় রাস্তায় খেলার সময় শিশুটির গায়ে ধাক্কা লাগে। সাথে সাথেই রক্তাত্ব শিশুটি রাস্তায় লুটিয়ে পড়ে। এলাকার লোকজন শিশুটিকে কাছের জেলাসদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, একজন জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের একজন ম্যাজিস্ট্রট ওই এলাকায় ভাড়া থাকেন। ঘনবসতিপুর্ন এলাকা হওয়ায় বেশিরভাগ শিশুই রাস্তার ওপরই খেলাধুলা করেন। চালকের অসর্তকার কারণেই শিশু রাফি’র মৃত্যু হয়েছে।
খোঁজ নিয়ে জানা গেছে, শিশুটির বাবা বাদল মিয়া মাস দুয়েক আগে বরিশাল থেকে ওই এলাকায় ভাড়া বাসা নেন। তিনি পেশায় একজন চটপটি বিক্রেতা।

খাগড়াছড়ি জেলা পুলিশের ডিআইআইও আব্দুস সামাদ মোড়ল ঘটনার সত্যতা স্বীকার করে বলেছেন, মর্মান্তিক এই দুর্ঘটনাটি গুরুত্ব সহকারে খতিয়ে দেখা হচ্ছে। তদন্তে চালকের অসর্তকতার প্রমাণ মিললে ব্যবস্থা নেয়া হবে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *