সীতাকুণ্ড প্রতিনিধি : ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী ধর্ষণ, নোয়াখালীতে গৃহবধূর উপর অমানসিক নির্যাতন এবং সারা দেশে ধর্ষণ, নারী ও শিশু নির্যাতনে প্রতিবাদে এবং ধর্ষকের শাস্তির দাবিতে মোমবাতি প্রজ্বলন কর্মসূচি পালন করেছে সীতাকুণ্ড উপজেলার ভাটিয়ারী ইউনিয়ন ছাত্রলীগ।
বুধবার সন্ধ্যা ৭টায় ভাটিয়ারীস্থ শহীদ মিনার চত্বরে অনুষ্ঠিত এ কর্মসূচীতে প্রায় অর্ধ শতাধিক নেতা-কর্মী অংশগ্রহণ করে।
এ সময় বক্তারা বলেন, আমাদের সমাজে ধর্ষণের মত অপরাধ ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। এধরণের অপরাধ বন্ধের জন্য অপরাধীদের বিচার নিশ্চিত করতে হবে।ধর্ষকের কোন দল নেই। তারা ঘৃনার পাত্র। তাদেরকে সামাজিকভাবে বয়কট করতে হবে।
মোমবাতি প্রজ্বলন কর্মসূচি পালন অনুষ্ঠানে ছাত্রলীগ এর সভাপতি শাহীন আহমেদ এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম এর পরিচালনায়, এসময় বক্তব্য রাখেন উপজেলা ছাত্রলীগের আহবায়ক কমিটির সদস্য আমজাদ, হামিদ, ইউনিয়ন ছাত্রলীগ এর আলতাফ, রাকিন, তুষার, রিমন, আনান, আজাদ, ইফতি, ইমন, জিল্লুসহ প্রতিটি ওয়ার্ড ছাত্রলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
২৪ ঘণ্টা/রিহাম/দুলু
Leave a Reply