শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বরিশাল রেঞ্জ ডিআইজি ভিডিও কনফারেন্সের মাধ্যমে মতবিনিময় সভা অনুষ্ঠিত।

বরিশাল ব্যুরোঃ আজ বুধবার দুপুর ০২:০০ ঘটিকায় জনাব মোঃ শফিকুল ইসলাম বিপিএম(বার), পিপিএম, ডিআইজি, বাংলাদেশ পুলিশ, বরিশাল রেঞ্জ মহোদয় আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ভোলা জেলার বিভিন্ন পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের সাথে ভিডিও কনফারেন্সের মাধ্যমে মতবিনিময় সভায় অংশগ্রহন করেন।

ডিআইজি মহোদয় আসন্ন দুর্গাপূজায় নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে পুলিশ সদস্যদের প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করেন। তিনি পূজা মন্ডপের নিরাপত্তা নিশ্চিত করণে সংশ্লিষ্ট পুলিশ সদস্যদের সর্বোচ্চ পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালনের নির্দেশনা প্রদান করেন। তিনি কোভিড-১৯ ভাইরাসে চলমান বৈশ্বিক মহামারীর কারনে পূজা উৎসবে আগত সবাইকে স্বাস্থ্য বিধি অনুসরণ করার আহ্বান জানান।ডিআইজি মহোদয় উপস্থিত সকলকে অগ্রিম শারদীয় শুভেচ্ছা প্রদান করেন। উক্ত ভিডিও কনফারেন্সে যুক্ত ছিলেন রেঞ্জ ডিআইজি অফিসের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ,ভোলা জেলা পুলিশের কর্মকর্তাবৃন্দ,

ভোলা জেলা পূজা উদযাপন পরিষদের সদস্যগন,ভোলা জেলাধীন উপজেলা সমূহের পূজা উদযাপন পরিষদের সদস্যগনসহ ভোলা জেলা প্রেস ক্লাবের সাংবাদিকবৃন্দ।

২৪ঘণ্টা / এন এম রানা /সাইদ

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *