চট্টগ্রামে নতুন ৭৯ জনসহ মোট আক্রান্ত ১৯৩২৭, ২৪ ঘণ্টায় আরো ২ মৃত্যু

চট্টগ্রামে করোনা

চট্টগ্রাম ডেস্ক : চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় নতুন আরো দুজনের মৃত্যুতে জেলায় করোনা আক্রান্ত হয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়াল ২৯৭। 

তাছাড়া বুধবার (৭ অক্টোবর) রাতে সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনের তথ্য অনুযায়ী গত ২৪ ঘন্টায় কক্সবাজারসহ মোট ৮টি ল্যাবে জেলার ৯৭৬টি নমুনা পরীক্ষা করে নতুন করে ৭৯ জনের দেহে করোনার অস্তিত্ব মিলেছে।

চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি জানান, গত ২৪ ঘণ্টার নমুনা পরীক্ষায় ৭৯ জন নতুন আক্রান্ত শনাক্ত হয়েছেন। নতুন আক্রান্তদের মধ্যে নগরে ৫৮ জন এবং উপজেলায় ২১ জন। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১৯ হাজার ৩২৭ জন।

গত ২৪ ঘণ্টায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে ৭৬টি নমুনা পরীক্ষা করে ১৯ জন, বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেসে (বিআইটিআইডি) ৩৭৩টি নমুনা পরীক্ষা করে ৮ জন, চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) ল্যাবে ৩২৬টি নমুনা পরীক্ষা করে ১৭ জন এবং চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় (সিভাসু) ল্যাবে ৫৯টি নমুনা পরীক্ষা করে ৯ জনের করোনা ভাইরাস শনাক্ত হয়েছে।

তাছাড়া বেসরকারি হাসপাতাল ইম্পেরিয়াল ল্যাবে ৩১টি নমুনা পরীক্ষা করে ১০ জন, শেভরণ ক্লিনিক্যাল ল্যাবরেটরি ল্যাবে ২৬টি নমুনা পরীক্ষা করে ৭ জন এবং চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল ল্যাবে ১৫টি নমুনা পরীক্ষা করে ৮ জন করোনা আক্রান্ত শনাক্ত হয়েছে।

অন্যদিকে কক্সবাজার মেডিক্যাল কলেজ ল্যাবে চট্টগ্রাম জেলার ৬৮টি নমুনা পরীক্ষা করে মাত্র ১ জনের শরীরে করোনার অস্তিত্ব পাওয়া গেলেও এদিন জেনারেল হাসপাতালের রিজিওনাল টিবি রেফারেল ল্যাবরেটরিতে (আরটিআরএল) ২টি নমুনা পরীক্ষায় একজন করোনা আক্রান্ত ধরা পড়েনি।

২৪ ঘণ্টা/রাজীব

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *