দুই সন্তানের জননীকে ধর্ষণের অভিযোগে পুলিশ সদস্য গ্রেফতার

২৪ ঘণ্টা, জেলা সংবাদ : নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানায় দায়েরকৃত একটি ধর্ষণ মামলায় গ্রেফতার হয়েছেন পুলিশের এক কনস্টেবল। দুই সন্তানের জননীকে ধর্ষণের অভিযোগে গতকাল বুধবার রাতে পুলিশ তাকে গ্রেফতার করে।

এরআগে বুধবার রাতে ভুক্তভোগী ওই নারী বাদী হয়ে সিদ্ধিরগঞ্জ থানায় মামলাটি দায়ের করেন। অভিযুক্ত পুলিশ সদস্যের নাম আব্দুল কুদ্দুস নয়ন (৩৫)। সে ঢাকার রাজারবাগ পুলিশ লাইনসে কর্মরত।

মামলা সূত্রে জানা যায়, ভুক্তভোগী ওই নারীর সাথে দুই বছর আগে ফেসবুকের মাধ্যমে পরিচয় হয় পুলিশ সদস্য মো. আব্দুল কুদ্দুস নয়নের।

ফেসবুকের পরিচয়ের সূত্র ধরে নয়নের সাথে প্রায়ই কথা হতো ওই নারীর। কথা বলার একপর্যায়ে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। প্রেমের এই সম্পর্কের কারণে নয়ন প্রায় সময়ই ওই নারীর বাসায় যাতায়াত করতো।

গত ৬ অক্টোবর বিকালে নয়ন আবারও ওই নারীর বাসায় আসে। এ সময় নয়ন বিয়ে সংক্রান্ত বিষয়ে আলাপ আছে বলে দরজা বন্ধ করে দেয়। ওই নারী দরজা বন্ধ করতে বারণ করলে তাকে জোরপূর্বক ধর্ষণ করে নয়ন।

এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) ইশতিয়াক আশফাক রাসেল গণমাধ্যমকে জানিয়েছেন, ধর্ষণের অভিযোগে ভুক্তভোগী নারী মামলা দায়ের করেছেন। আমরা আসামীকে আটক করেছি।

২৪ ঘণ্টা/আর এস

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *