ডেঙ্গু জ্বরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় লাভলী আক্তার (৩০) নামে এক গৃহবধূ মারা গেছেন। তিনি যশোর জেলার কেশবপুর উপজেলার বালিয়াডাঙ্গা গ্রামের জমির আলীর স্ত্রী। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় তিনি খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছিলেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত আড়াইটার দিকে তার মৃত্যু হয়।
খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগের সহকারী রেজিস্ট্রার পার্থ প্রতীম দেবনাথ জানান, লাভলী আক্তার কয়েকদিন ধরে ডেঙ্গু জ্বরে ভুগছিলেন। আশঙ্কাজনক অবস্থায় গতকাল সন্ধ্যায় তিনি হাসপাতালের ডেঙ্গু ওয়ার্ডে ভর্তি হন এবং সেখানে চিকিৎসাধীন অবস্থায় গতরাত আড়াইটার দিকে মারা যান।
Leave a Reply