ঝালকাঠিতে বিয়ের প্রলোভনে ধর্ষণ

ফেনী থেকে চট্টগ্রাম এসে ধর্ষণের শিকার

ঝালকাঠি প্রতিনিধি : ঝালকাঠিতে বিয়ের প্রলোভন দেখিয়ে এক কিশোরিকে (১৮) একধিকবার ধর্ষন করে আপত্তিকর ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছেড়ে দেয়ার অভিযোগ পাওয়া গেছে।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকালে ঝালকাঠি প্রেস ক্লাবের এসে ওই কিশোরি এ অভিযোগ করেন।

অভিযোগে জানাগেছে, বরিশালের উজিরপুর উপজেলার দেহুরগাতি গ্রামের আনোয়ার সরদারের ছেলে নাঈম সরদার (২২) এর সাথে ঝালকাঠি সদর উপজেলার গাভারামচন্দ্রপুর ইউনিয়নের বালিঘোনা গ্রামের দিন মজুর মোঃমোশারফ হোসেনের কিশোরী মেয়ের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে।

পরে একাধিকবার বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণ করে নাঈম সরদার। কৌশলে ধর্ষনের ভিডিও ও ছবি মোবাইলে ধারন করে নাঈম। ওই কিশোরির পরিবারের পক্ষ থেকে বিয়ের প্রস্তাব দিলে নাঈম বিয়ে করতে অস্বীকার করে। এর পরে ওই কিশোরির পরিবার তাকে অন্যত্র বিয়ে দেয়ার জন্য প্রস্তাব দিলে নাঈম আপত্তিকর ছবি নিয়ে ছেলের পরিবারের কাছে গিয়ে ভাঙ্গানি দেয়।

কিছু দিন ধরে ওই কিশোরির কাছে মুঠোফোনের মাধ্যমে ১৮ হাজার ৫০০ টাকা চাঁদা দাবি করে নাঈম। দাবিকৃত চাঁদার টাকা না পেলে আপত্তিকর ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছেরে দেয়াসহ বিভিন্ন ধরনের হুমকী দেয়া হচ্ছে। ইতিমধ্যে আপত্তিকর ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছেরে দেয়া হয়েছে।

বর্তমানে কিশোরির পরিবার নিরাপত্তাহীনতায় রয়েছে। এ ব্যাপারে মামলা দায়ের প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন ভুক্তভোগীর পরিবার।

অভিযুক্ত নাঈম সরদার শারীরিক সম্পর্কের কথা স্বীকার করে বলেন,‘ আমি তাকে কখনোই বিয়ের প্রতিশ্রতি দেইনি। তাকে বিয়ে করা আমার পক্ষে সম্ভব না।

২৪ ঘণ্টা/রানা/আতাউর

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *