রাউজানে ১৪৯টি বৌদ্ধ বিহারে সরকারি অনুদান প্রদান

রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি : প্রবারণা পূর্ণিমা উদযাপন উপলক্ষে রাউজানে ১৪৯টি বৌদ্ধ বিহারে ১৭হাজার টাকা করে সরকারি অনুদান বিতরণ করেছেন রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবি এম ফজলে করিম চৌধুরী এমপি।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকালে রাউজান উপজেলা পরিষদের হল রুমে প্রতিটি বিহারের প্রতিনিধিদের হাতে এই অনুদান প্রদান করা হয়। আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জোনায়েদ কবির সোহাগ।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নিয়াজ মোর্শেদের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান এহেছানুল হায়দর চৌধুরী বাবুল, সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল মাহমুদ ভূঁইয়া, ভাইস চেয়ারম্যান আলহাজ্ব নুর মোহাম্মদ, মহিলা ভাইস চেয়ারম্যান ফৌজিয়া খানম মিনা, রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল্লাহ আল হারুন।

উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সি.সহ সভাপতি আনোয়ারুল ইমলাম, পৌর প্যানেল মেয়র জমির উদ্দিন পারভেজ, ইউপি চেয়ারম্যান সুকুমার বড়ুয়া, বি এম জসিম উদ্দিন হিরু প্রমুখ।

২৪ ঘণ্টা/রিহাম/নেজাম

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *