ঝালকাঠিতে কুশপুত্তলিকা দাহ প্রতিকী মঞ্চে ধর্ষককে ফাঁসিতে ঝুলিয়ে মানববন্ধন 

ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠিতে কুশপুত্তলিকা দাহ প্রতিকী মঞ্চে ধর্ষণকারীকে ফাঁসিতে ঝুলিয়ে মানববন্ধন করে ইয়ুথ অ্যাকশন সোসাইটি ইয়াস নামে একটি সংগঠন।
ঝালকাঠিতে ধর্ষণ, নারী নির্যাতন ও নারীর প্রতি সহিংসতার প্রতিবাদে মানববন্ধন ও সমাবেশ করেছে বিভিন্ন সংগঠন। শুক্রবার (০৯ অক্টোবর ) ঝালকাঠি প্রেস ক্লাবের সামনের সড়কে ঘণ্টাব্যাপী এ কর্মসূচি পালিত হয়।
প্রতিবাদকারীরা প্রতিকী ফাঁসির মঞ্চে ধর্ষকের ফাঁসি দিয়ে শরীরে আগুন ধরিয়ে দেয়। ইয়ুথ অ্যাকশন সোসাইটি ইয়াস নামের একটি সেচ্ছাসেবী সংগঠন এ কর্মসূচির আয়োজন করে। সমাবেশে বক্তব্য রাখেন সুসাশাসনের জন্য নাগরিক সুজনের জেলা শাখার সাধারণ সম্পাদক মঈন তালুকদার, সাংবাদিক শ্যামল সরকার, ঝালকাঠি কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক প্রশান্ত দাস হরি, পৌর যুবলীগের যুগ্ম আহ্বায়ক মোঃ ছবির হোসেন ও ইয়ুথ অ্যাকশন সোসাইটির ইসরাত সুলতানা নিশি।
সমাবেশে বক্তারা সারাদেশে ধর্ষণ ও নারী নির্যাতনকারীদের ফাঁসির দাবি জানান। পাশাপাশি ঝালকাঠিতে স্বর্ণ কিশোরী খেতাবপ্রাপ্ত কলেজছাত্রী নাছরিন আক্তার সারার ওপর হামলার তীব্র নিন্দা ও দোষীকে গ্রেপ্তারের দাবি জানান।
২৪ঘণ্টা/এন এম রানা/আতাউর

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *