চবি প্রতিনিধিঃ অনলাইন ক্লাসের জন্য প্রতি মাসে ১৫ গিগাবাইট (জিবি) ইন্টারনেট ডাটা পাবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিক্ষার্থীরা। দেশের অন্যতম মোবাইল সিম অপারেটর রবি এ সেবা প্রদান করবে। বিনামূল্যে এ সেবা প্রদান করবে চবি প্রশাসন।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক এস এম মনিরুল হাসান বলেন, করোনার কারণে ক্যাম্পাস বন্ধ থাকায় শাটল ট্রেনসহ আনুষঙ্গিক অনেক খরচ বেঁচে গিয়েছে। আমরা সিদ্ধান্ত নিয়েছি এসব বেঁচে যাওয়া অর্থ শিক্ষক-শিক্ষার্থীদের কল্যানার্থে ব্যয় করা হবে।
তিনি আরও বলেন, সকল শিক্ষার্থী যেন অনলাইন ক্লাসে অংশগ্রহণ করতে পারে তার জন্য প্রতি মাসে ১৫ জিবি মোবাইল ডাটা দেওয়ার উদ্যোগ নিয়েছি। এতে আমরা পাশে পেয়েছি বাংলাদেশের অন্যতম মোবাইল সিম কোম্পানি রবিকে। তাঁদের সাথে আমাদের চুক্তি হয়েছে। শীগ্রই এ সিদ্ধান্ত বাস্তবয়ন করা হবে।
উল্লেখ্য যে, গত ৬ সেপ্টেম্বর থেকে বিশ্ববিদ্যালয়ে অনলাইন ক্লাস শুরু হয়। কিন্তু নেটওয়ার্ক সমস্যা ও আর্থিক অস্বচ্ছলতার কারণে অধিকাংশ শিক্ষার্থী অনলাইন ক্লাসে অংশগ্রহণ করতে ব্যর্থ হচ্ছে।
২৪ ঘণ্টা/রিহাম/মেহেদী
Leave a Reply