রাউজানের পশ্চিম গুজরায় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন কর্মসূচির উদ্বোধন

রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি : জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের আওতায় রাউজানের পশ্চিম গুজরা ইউনিয়নের ২ নং ওয়ার্ডের মফিজুর রহমান সওদাগরের বাড়ি, সাব ব্লক খ/১ এ ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন কর্মসূচি উদ্বোধন করা হয়।

রবিবার (১১ অক্টোবর) সকালে কর্মসূচির উদ্বোধন করেন রাউজান প্রেস ক্লাবের সহ সভাপতি সাংবাদিক নেজাম উদ্দিন রানা ও উত্তর গুজরা ডাঃ রাজা মিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দাতা সদস্য, সমাজসেবক লিয়াকত আলী চৌধুরী।

এ সময় স্বাস্থ্য সহকারি সুজিত ধর, মোঃ ইলিয়াছ উপস্থিত ছিলেন। এ দিন কেন্দ্রটিতে ৬ থেকে ১১ মাস বয়সী ১৪ শিশুকে ভিটামিন এ (নীল ক্যাপসুল) ও ১২ থেকে ৫৯ মাস বয়সী ১১৪ জন শিশুকে লাল ক্যাপসুল খাওয়ানো হয়।

উল্লেখ্য, গত ৪ অক্টোবর জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন শুরু হয়। শেষ হবে আগামী ১৫ অক্টোবর। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, রাউজান উপজেলার ১টি পৌরসভা ও ১৪টি ইউনিয়নে এবার ক্যাম্পেইনের মাধ্যমে ১ বছর থেকে ৬ বছর বয়সের শিশুদের ৪৫ হাজার লাল ক্যাপসুল এবং ৫ মাস থেকে ১ বছর বয়সী শিশুদের ৬ হাজার নীল ক্যাপসুল খাওয়ানো হবে।

২৪ ঘণ্টা/রিহাম

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *