চট্টগ্রাম ডেস্ক : চট্টগ্রামের দোহাজারী পৌরসভা এলাকায় একটি মাইক্রোবাসে তল্লাশী চালিয়ে চালকের সিটের নিচ থেকে ১৩ হাাজার ৫শ পিস ইয়াবা উদ্ধার করেছে র্যাব।
এসময় ইয়াবা পরিবহনে ব্যবহৃত মাইক্রোবাসটি (চট্ট-মেট্রো-চ-১১-৩৯৮১) জব্দ করার পাশাপাশি ইয়াবা পাচারে জড়িত দুজনকে আটক করা হয়।
আটককৃত দুজন হলেন, কক্সবাজার জেলা টেকনাফের সাবরাং রুহুল্লারডেবা এলাকার মৃত ফজল আহমেদেও ছেলে মো. আলম (৪৩) ও একই জেলার উখিয়া রাজাপালং তুতুরতলি এলাকার নুর মোহাম্মদেও ছেলে মো. আইয়ুব (১৯)।
তথ্যটি নিশ্চিত করেছেন র্যাব ৭ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. মাহমুদুল হাসান মামুন। তিনি বলেন, কতিপয় মাদক ব্যবসায়ী একটি মাইক্রোবাসযোগে বিপুল পরিমান মাদকদ্রব্য নিয়ে কক্সবাজার হতে চট্টগ্রামের দিকে আসছে।
এমন সংবাদ পেয়ে আজ সোমবার (১২ অক্টোবর) ভোর সাড়ে ৫টার সময় কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের দোহাজারী বাজার মেসার্স কাসেম এন্ড ব্রাদার্স নামক একটি পেট্রোল পাম্প এর সামনে বিশেষ চেকপোস্ট স্থাপন করে গাড়ি তল্লাশি শুরু করে র্যাব সদস্যরা।
এসময় একটি মাইক্রোবাসের গতিবিধি সন্দেহজনক মনে হলে র্যাব সদস্যরা থামানোর সংকেত দেয়। গাড়িটি র্যাবের চেকপোস্টের সামনে রেখে গাড়ি থেকে নেমে দ্রুত পালানোর চেষ্টা করে দুজন।
পরে র্যাব সদস্যরা ধাওয়া করে মাইক্রোবাস চালক আলমসহ দুজনকে আটক করতে সক্ষম হয়। আটককৃতদের উপস্থিতিতে মাইক্রোবাসের চালকের বাম পাশের সিটের নিচে বিশেষ কায়দায় লুকানো অবস্থায় ১৩ হাজার ৫শ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। যার আনুমানিক বাজার মূল্য ৬৭ লক্ষ ৫০ হাজার টকা।
পরবর্তী আইনগত পদক্ষেপ গ্রহণের জন্য উদ্ধারকৃত ইয়াবাসহ আটক দুজনকে চন্দনাইশ থানায় হস্তান্তর করা হয়েছে বললেন র্যাবের এ কর্মকর্তা।
২৪ ঘণ্টা/রাজীব
Leave a Reply