ঝালকাঠি প্রতিনিধি: সারাদেশে ধর্ষণসহ নারীর প্রতি যে কোন প্রকার সহিংসতা রুখতে ঝালকাঠিতে শুরু হয়েছে ২ দিন ব্যাপী মার্শাল আর্ট প্রশিক্ষণ।
রবিবার (১২,অক্টোবর) বিকেলে ঝালকাঠি অফিসার্স ক্লাবে এ প্রশিক্ষন কর্মশালার আয়োজন করে স্হানীয় সামাজিক সংগঠন লাল-সবুজ সোসাইটি। প্রশিক্ষণে সহিংসতা বা হামলার হাত থেকে রক্ষা পেতে নারীদের বিশেষ করে বালিকাদের মার্শাল আর্টের বিভিন্ন কলা-কৌশল সেখানো হয়।
সেলফ ডিফেন্স ফর গার্লস নামে মার্শাল আর্টের কর্মশালায় দুই দিন (বরিবার-সোমবার) একই স্হানে এ কর্মশালা চলবে,বিকেল ৩টা থেকে ৫টা পযর্ন্ত।
সামাজিক সংগঠন সবুজ সোসাইটির “অপরাজিত” প্রজেক্টের আওতায় মার্শাল আর্টের প্রশিক্ষণ দিচ্ছেন আন্তর্জাতিক ব্ল্যাক বেল্ট প্রাপ্ত তায়কোয়ন- দো খেলোয়ার আয়েশা সিদ্দিকা । ৫৭ জন কিশোরী ও তরুণী এতে অংশ গ্রহণ করেন।
২৪ঘণ্টা/এন এম রানা/আতাউর
Leave a Reply