সীতাকুণ্ড প্রতিনিধি : সীতাকুণ্ড উপজেলার বাড়বকুণ্ডস্থ শুকলালহাট এলাকায় মোটর সাইকেলের ধাক্কায় রিয়া (৫) নামের এক কন্যা শিশু নিহত হয়েছে।
আজ রবিবার(১২ অক্টোবর) বিকাল সাড়ে চারটার সময় চট্টগ্রাম-ঢাকা মহাসড়কে এ দূর্ঘটনা ঘটে।
জানা যায়, শুকলাল হাট বাজারে ঢাকামুখী একটি মোটর সাইকেল শিশু রিয়াকে ধাক্কা দিলে সে গুরুতর আহত হয়। এসময় তাকে উদ্ধার করে সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন। নিহত রিয়া একই এলাকার দাসপাড়া গ্রামের চন্দন কুমার দাসের কন্যা।
এব্যাপারে বারআউলিয়া হাইওয়ে থানা পুলিশ নিশ্চিত করে জানায়, মটর সাইকেলেরর ধাক্কায় এক শিশু নিহত হয় এবং চালক গুরুতর আহত হয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
২৪ ঘণ্টা/রিহাম/দুলু
Leave a Reply