নদী দূষণ : ট্যাংকার মালিককে ৩ কোটি টাকা জরিমানা

চট্টগ্রাম বন্দরের ডলফিন জেটিতে দুর্ঘটনায় পড়ে জ্বালানি তেল ফেলে নদী দূষণের অভিযোগে জাহাজ ‘এমটি দেশ-১’ কর্তৃপক্ষকে তিন কোটি টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর।

রোববার দুপুরে পরিবেশ অধিদপ্তরের কার্যালয়ে এমটি দেশ-১ এর মালিকপক্ষের প্রতিনিধির উপস্থিতিতে শুনানি শেষে পরিচালক আজাদুর রহমান মল্লিক এ জরিমানা করেন।

পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম অঞ্চলের সহকারী পরিচালক সংযুকক্তা দাশগুপ্তা বিষয়টি নিশ্চিত করে জানান, শুনানীতে দুর্ঘটনায় কবলিত অপর লাইটারেজ জাহাজ ‘সিটি ৩‘কে অভিযোগ থেকে অব্যাহতি দেয়া হয়েছে।

দেশ-১ নারায়ণগঞ্জের মেসার্স অগ্রগামী শিপিং লাইন্সের অধীন এবং প্রতিষ্ঠানটির মালিক মোহাম্মদ নাসির উদ্দিন।

প্রসঙ্গত: গত বৃহস্পতিবার (২৪ অক্টোবর) গভীর রাতে কর্ণফুলী নদীর তিন নম্বর ডলফিন জেটি এলাকার মাঝ নদীতে লাইটার জাহাজ ‘সিটি ৩৮’ ও অয়েল ট্যাংকার ‘দেশ-১’ এর সংঘর্ষ ঘটে।

এতে অয়েল ট্যাংকার ‘দেশ-১’ এর তলা ফেটে গিয়ে প্রায় ১২০০ টন ডিজেল কর্ণফুলী নদীতে পড়ে যায়।

চট্টগ্রাম বন্দরের বে ক্লিনার দিয়ে নদী থেকে ভাসমান তেলের প্রায় আশি শতাংশ তুলে ফেলা হয় বলে শনিবার জানানো হয়।

জাহাজ দুটি বর্তমানে আটক রয়েছে।

উক্ত ঘটনায় কর্ণফুলি চ্যানেল ও জলজ পরিবেশের মারাত্মক ক্ষতি সাধন করে বলে জানায় বন্দর কর্তৃপক্ষ।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *