ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠির রাজাপুরের থানা রোডস্থ সাংবাদিক ক্লাবে সন্ত্রাসীরা হামলা ও ভাংচুর করে কয়েক লাখ টাকার মালামাল লুটে নিয়েছে।
সোমবার (১২,অক্টোবর) সন্ধ্যার এঘটনায় রাজাপুর থানায় রাতেই লিখিত অভিযোগ দায়ের করেছে সংগঠনের সহসভাপতি আলমগীর শরীফ। অভিযোগে উল্লেখ করা হয়, সোমবার সন্ধ্যায় মাগরিবের আজান দিলে সংগঠনের সদস্যরা থানা মসজিদে নামাজ আদায়ের জন্য তালা দিয়ে যায়।
এসময় আবুল হাসানাত সুমন, জাকারিয়া সুমন, রাজিব ফরাজি, জাকারিয়া নয়ন, দুলাল তেওয়ারী, কাজল শরীফ, রেজোয়ান, জাহিদুল ইসলামসহ আরো ১০/১২জন দেশীয় অস্ত্র নিয়ে সাংবাদিক ক্লাবে হামলা চালায়। দরজার তালা ভেঙ্গে ভিতরে ঢুকে ক্যামেরা ও ল্যাপটপ লুটে নেয় এবং টেলিভিশন-আসবাবপত্রসহ বিভিন্ন জিনিসপত্র ভাংচুর করে। কয়েক লাখ টাকা মূল্যের মালামাল লুটে নিয়ে আরো লক্ষাধিক টাকার মালামাল ক্ষতিগ্রস্ত করে।
সাংবাদিক ক্লাবের সভাপতি আঃ রহিম রেজা (ইনডিপেন্ডেন্ট টিভি) জানান, মাগরিবের নামাজ পড়তে গেলে তখন সুযোগ বুঝে আমার অফিসে সন্ত্রাসী হামলা চালানো হয়েছে। থানায় লিখিত অভিযোগ দেয়া হয়েছে। কি ব্যবস্থা নেয় তার অপেক্ষায় আছি। পরবর্তি কর্মসূচী পরে জানানো হবে।
রাজাপুর পাইলট উচ্চ বিদ্যালয়ের পরিত্যক্ত ভবন সংস্কার করে ভাড়া চুক্তিতে সাংবাদিক ক্লাবের সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। আগামী ডিসেম্বর পর্যন্ত সেই চুক্তির মেয়াদ শেষ হবার পুর্বেই ভবন ছাড়ার নোটিশ দেয়ায় আদালতে মামলা চলমান রয়েছে। বিচারাধীন মামলায় স্থিতিবস্থা বজায় রাখার আদেশকে লংঘন করে আদালত অবমাননা করা হয়েছে।
বিষয়টি আদালতকেও যথাযথভাবে অবহিত করা হবে। অপরদিকে কৃষি ব্যাংকের সামনের একটি পরিত্যক্ত অবহেলিত ভবন লিজ নিয়ে ব্যবসায়িক প্রতিষ্ঠানে এই হামলাকারীরাই ভাংচুর করে। উপজেলা ভাইসচেয়ারম্যান আফরোজা আক্তার লাইজু থানায় সাধারন ডায়েরী করেছেন। তিনি জানান, রাজাপুর পাইলট উচ্চ বিদ্যালয়ের পরিত্যক্ত ভবন লিজ নিয়ে সংস্কার করে ব্যবসা পরিচালনা করা হচ্ছে।
সম্প্রতি স্কুল পরিচালনা কমিটির সাথে প্রেক্ষাপটের কারনে আদালতে মামলা চলমান রয়েছে। বিচারাধীন মামলায় স্থিতিবস্থা বজায় রাখার আদেশকে লংঘন করে আদালত অবমাননা করা হয়েছে। থানায় জিডি করেছি, এ বিষয়ে আদালতের নির্দেশনা ভঙ্গ করার অভিযোগে মামলা দায়ের করা হবে।
রাজাপুর থানার ওসি মোঃ শহিদুল ইসলাম জানান, অভিযোগ পেয়েছি, উর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলে পরবর্তি আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
২৪ঘণ্টা/এন এম রানা/আতাউর
Leave a Reply