সীতাকুণ্ড প্রতিনিধি : সীতাকুণ্ডে চার হাজার দুইশত পিস ইয়াবা ট্যাবলেটসহ ৪জনকে আটক করেছে পুলিশ।
সোমবার দিবাগত রাতে উপজেলা বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
গোপন সংবাদের সুত্রে খবর পেয়ে পুলিশ ভাটিয়ারী এলাকা থেকে কক্সবাজার জেলার টেকনাফ থানার হ্নীলা (পানখালী,গোনাপাড়া) গ্রামের মোঃ আবছারের পুত্র আবু তাহেরের( ২১) কাছ থেকে একহাজার সাতশত পিস এবং একই জেলা ও থানার হ্নীলা (পানখালী, গোনাপাড়া) গ্রামের মোঃ আবছারের পুত্র জানে আলম (৩০) এর কাছ থেকে এক হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।
অন্যদিকে কর্ণফুলী থানার কোয়াছনগরস্থ আজিসপাড়া গ্রামের আবদুল হাকিমের পুত্র নুরুল কামাল(২৬) এর কাছ ৫শত পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
অপরদিকে সীতাকুণ্ড পৌরসদর বাস ষ্ট্যান্ড থেকে ইয়াসিন (২১) নামের এক যুবককে এক হাজার পিস ইয়াবাসহ আটক করা হয়। সে কক্সবাজারের টেকনাফ থানার বৈধ্যাঘোনাস্থ সিরাজ মেম্বারের বাড়ির মৃত ফজল হকের পুত্র।
উদ্ধারকৃত চার হাজার দুইশত পিস ইয়াবার মূল্য ১২ লক্ষ ৬০ হাজার টাকা।
এব্যাপারে সীতাকুণ্ড মডেল থানার ওসি ফিরোজ হোসেন মোল্লা বলেন, আটককৃত চারজনের বিরুদ্ধে আলাদা আলাদা মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে। তাদেকে মঙ্গলবার কোর্টের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়েছে।
২৪ ঘণ্টা/রিহাম/দুলু
Leave a Reply