সীতাকুণ্ড প্রতিনিধি : সীতাকুণ্ডে গলায় ফাঁস দিয়ে মোঃ বেলাল হোসেন(৩০) নামের এক যুবক আত্মহত্যা করেছে।
মঙ্গলবার রাত সাড়ে ১০ টার সময় সীতাকুণ্ড পৌরসদরের মহাদেবপুর এলাকার বায়তুশ শরফ পুকুর পাড়ে এঘটনা ঘটে। বেলাল লক্ষীপুর জেলার চন্দ্রগঞ্জ থানার মনির আহমেদের পুত্র। সে পৌর সদরের টেকনো পেট্টোল পাম্পের পাশে একটি হোটেলে কাজ করতো।
জানাযায়, বেলাল মোবাইল ফোনে তার মায়ের সাথে ঝাগড়া করে। এরপর বায়তুশ শরফ মসজিদের পুকুরে গোসল করতে গিয়ে অভিমানে ঘাটের টিনের সাথে গামছা পেঁছিয়ে গলায় ফাঁস দিয়ে আত্নহত্যা করে। সে অবিবাহিত ছিল বলে জানা যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে।
বিষয়টি নিশ্চিত করেছেন সীতাকুণ্ড মডেল থানার ওসি(তদন্ত) সুমন বণিক।
২৪ ঘণ্টা/রিহাম/দুলু
Leave a Reply