চট্টগ্রাম নগরীর ২ নাম্বার গেইটের পুলিশ বক্সে হামলার ঘটনায় জড়িত সন্দেহে ৬ জনকে আটক করেছে পুলিশ। আটকৃতরা সবাই জেএমবির সদস্য বলে জানিয়েছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিট।
বুধবার (১৪ অক্টোবর) দুপুরে তাদের আটক করা হয়েছে।
গ্রেফতারকৃতরা হলো- মহিদুল আলম (২৪), মো. জহির উদ্দিন (২৮), মো. মঈন উদ্দিন (২০), মো. আবু সাদেক (১৯), রহমত উল্লাহ প্রকাশ আকিব (২৪) ও মো. আলা উদ্দিন (২৪)।
পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃতরা নব্য জেএমবির সদস্য। তারা নগরের দুই নম্বর গেইটে ট্রাফিক পুলিশ বক্সে বিস্ফোরণের ঘটনায় অভিযুক্ত। এর আগেও এ হামলার সঙ্গে জড়িত থাকার দায়ে চার জনকে গ্রেফতার করা হয়েছিল। ইতোমধ্যে গ্রেফতারকৃত ১০ জনেরই বাড়ি চট্টগ্রামের লোহাগাড়া-সাতকানিয়া উপজেলায়।
সিএমপির কাউন্টার টেরোরিজম ইউনিটের অতিরিক্ত উপ-কমিশনার আসিফ মহিউদ্দীন বলেন, ‘লোহাগাড়া, কেরানিহাট ও বান্দরবান এলাকায় অভিযান চালিয়ে দুই নম্বর গেইটে ট্রাফিক পুলিশ বক্সে বিষ্ফোরণের ঘটনায় আরও ৬ জনকে গ্রেফতার করা হয়েছে। তারা নব্য জেএমবির সদস্য। প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশ বক্সে জঙ্গি হামলার সঙ্গে সম্পৃক্ত থাকার কথা তারা স্বীকার করেছে।’
২৪ ঘণ্টা/রিহাম
Leave a Reply