বসতভিটা থেকে উচ্ছেদে ব্যর্থ হয়ে কুপিয়ে আহত-৩

মিরসরাইতে যুবককে কুপিয়ে জখম

অ আ আবীর আকাশ, লক্ষ্মীপুর প্রতিনিধি : বসতভিটা থেকে উচ্ছেদে ব্যর্থ হয়ে গৃহবধূকে কুপিয়ে মারাত্মক জখম করেছে সন্ত্রাসীরা। এ সময় সন্ত্রাসীরা যুবতীকে ধর্ষণের চেষ্টা করেছে বলে জানা গেছে।

লক্ষীপুরের রায়পুর উপজেলার ৮নং চরবংশী ইউনিয়নের চরলক্ষী গ্রামের ৩ নং ওয়ার্ডে এ ঘটনা ঘটে। জানা গেছে মৃত ইসমাইল শিকদারের ছেলে চুন্নমিয়া শিকদার তার বাবার কাছ থেকে ৪শতাংশ জমি কিনে বাড়ি করে দীর্ঘ কয়েক বছর ধরে স্ত্রী-সন্তান নিয়ে বসত করে আসছিলেন। কিন্তু একই এলাকার পান্নু শিকদারের ছেলে নজরুল ইসলাম (২৭),তাইমুল শিকদার(২২), মৃত ইসমাইল শিকদারের ছেলে পান্নু শিকদার ও আরো অজ্ঞাত দুই-তিনজন মিলে সম্পূর্ণ অবৈধভাবে চুন্নু শিকদারের বসতভিটা দখলের চেষ্টা করে এবং গাছপালা কেটে নিয়ে যায়।

এসময় চুন্নু শিকদার বাধা দিতে গেলে নজরুল ইসলামের হাতে থাকা লোহার রড দিয়ে এলোপাতাড়ি পিটিয়ে রক্তাক্ত জখম করে, তাইমূল শিকদারের হাতে থাকা দা দিয়ে হত্যার উদ্দেশ্যে চুন্নু শিকদারের স্ত্রী রেহানা বেগম এর মাথায় মারাত্মক জখম হয়, এতে ৮টি সেলাই দিতে হয়েছে মাথায়। তাদের আত্মচিৎকারে মেয়ে লিপি আক্তার এগিয়ে এলে তাকে পিটিয়ে রক্তাক্ত জখম করে। তার শরীরের স্পর্শকাতর স্থানে কামড় দেয়া সহ অর্ধউলঙ্গ করে ধর্ষণের চেষ্টা চালায় বলে আদালতে দায়ের করা মামলার এজাহারে উল্লেখ করা হয়। সন্ত্রাসীরা এ সময় গলার চেইন ও মোবাইল নিয়ে যায় এবং ঘরের আসবাবপত্র ভাঙচুর করে।

আহত চুন্নমিয়া এই প্রতিবেদককের কাছে কান্নাজড়িত কণ্ঠে বলেন -‘আমার বাবার কাছ থেকে ৪শতাংশ জমি খরিদ করে বসতবাড়ি করেছি। ২০ বছর ধরে বসবাস করে আসছি। কিন্তু সন্ত্রাসী পান্নু মিয়া ও তার সন্ত্রাসী ছেলেরা আরো কয়েকজনকে সাথে নিয়ে আমাকে উচ্ছেদ করার চেষ্টা করে এতে ব্যর্থ হয়। তারা আমাকে ও আমার স্ত্রী সন্তানকে হত্যার চেষ্টা চালায়।’

অভিযুক্ত পান্নু মিয়া সিকদার বা ছেলেদের কারো বক্তব্য নেয়ার চেষ্টা করেও সম্ভব হয়নি। এ বিষয়ে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে চুন্নু মিয়া বাদী হয়ে মামলা দায়ের করেন।

২৪ ঘণ্টা/রিহাম

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *