চট্টগ্রাম শহরের নামি দামী রেস্টুরেন্ট, শীততাপ নিয়ন্ত্রীত, আলো আধারী লাইটিংসহ অনেক কিছুর আড়ালে আমরা কি খাচ্ছি?
এর মধ্যেই নগরীর ওয়াসা মোরে জুক রেস্টুরেন্টে আজ শুক্রবার (১৬ অক্টোবর) অভিযান পরিচালিত হয়।
এপিবিএন-৯ এর সহায়তায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ ফয়েজ উল্যাহ ও জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মুহাম্মদ হাসানুজ্জামান উক্ত অভিযান পরিচালনা করেন।
কনজ্যুমারস এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) চট্টগ্রামের সভাপতি এস এম নাজের হোসাইন এই অভিযানে উপস্থিত থেকে মনিটরিং টিমকে সহযোগিতা করেন।
জনৈক ভোক্তার অভিযোগের প্রেক্ষিতে ওয়াসা মোড়ের জুক রেস্টুরেন্টকে তেলাপোকাসহ স্যুপ সরবরাহ করায় এবং রান্না ঘরে খোলা ডাস্টবিন, একই ফ্রিজে কাঁচা ও ম্যারিনেট করা মাছ-মাংস একসাথে রাখায় যথাক্রমে ত্রিশ হাজার এবং দশ হাজার টাকা জরিমানা করে সতর্ক করা হয়।
English
চট্টগ্রাম প্রতিদিন
জুক রেস্টুরেন্টকে ৪০ হাজার টাকা জরিমানা
সিনিয়র করেসপন্ডেন্ট
আপডেট: ১৯৩৮ ঘণ্টা, অক্টোবর ১৬, ২০২০

 স্যুপে তেলাপোকা পাওয়ার অভিযোগে জরিমানা করা হয়েছে জুক রেস্টুরেন্টকে

চট্টগ্রাম: নগরের ওয়াসার মোড়ের জুক রেস্টুরেন্টে ভোক্তাকে তেলাপোকাসহ স্যুপ সরবরাহ করার অভিযোগ, কিচেনে খোলা ডাস্টবিন, ফ্রিজে কাঁচা ও ম্যারিনেট করা মাছ-মাংস একসঙ্গে রাখায় ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
শুক্রবার (১৬ অক্টোবর) জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের চট্টগ্রাম বিভাগীয় ও জেলা কার্যালয়ের বাজার তদারকি অভিযানে এ জরিমানা করা হয়।
এপিবিএন-৯ এর সহায়তায় পরিচালিত অভিযানে নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ ফয়েজ উল্যাহ ও জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মুহাম্মদ হাসানুজ্জামান। কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব), চট্টগ্রামের সভাপতি এসএম নাজের হোসাইন মনিটরিং টিমকে সহযোগিতা করেন।
মুহাম্মদ হাসানুজ্জামান বলেন, বাকলিয়া, চান্দগাঁও ও পাঁচলাইশ থানায় তদারকিমূলক কার্যক্রমে ৫ প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর বিভিন্ন ধারায় ৫৭ হাজার টাকা প্রশাসনিক জরিমানা করা হয়েছে।
এর মধ্যে বাকলিয়া থানার মধ্যম চাক্তাই, চান্দগাঁও থানার কাপ্তাই রাস্তার মোড় বাজারে আলু, পেঁয়াজসহ নিত্যপণ্যের পাইকারি ও খুচরা বিক্রেতাদের মূল্য তালিকা এবং পণ্য কেনার রশিদ পর্যবেক্ষণ করা হয়।
মধ্যম চাক্তাইয়ের আলুর পাইকারি বাজার পরিদর্শনকালে পাইকারদের সরকার নির্ধারিত দামে আলু বিক্রি করতে অনুরোধ জানানো হয়। এ সময় বাবু অ্যান্ড সন্সকে হালনাগাদ মূল্য তালিকা প্রদর্শন না করায় ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
চান্দগাঁও থানার মোহরা বাজারে (কাপ্তাই রাস্তার মোড়) মূল্য তালিকা প্রদর্শন না করায় বিসমিল্লাহ্ বাণিজ্যালয়কে ৫ হাজার টাকা, নূরে মদিনা স্টোরকে ৫ হাজার টাকা ও আলমের দোকানকে ২ হাজার টাকা জরিমানাসহ সতর্ক করা হয়েছে।
জনস্বার্থে বাজার তদারকি কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান মুহাম্মদ হাসানুজ্জামান।
২৪ ঘণ্টা/রিহাম
Leave a Reply