খাগড়াছড়ি প্রতিনিধি : খাগড়াছড়ি জেলাার মাটিরাঙ্গায় ১৪৬ পিস ভারতীয় শাড়িসহ দুই ছাত্রলীগ নেতাকে আটক করেছে মাটিরাঙ্গা থানা পুলিশ।
শুক্রবার (১৬ অক্টোবর) দুপুরের দিকে মাটিরাঙ্গা সদরের ফায়ার সার্ভিস অফিস সংলগ্ন একটি টিনশেড ঘর থেকে তাদেরকে আটক করা হয়।
ভারতীয় শাড়িসহ আটককৃতরা হলো- মাটিরাঙ্গা উপজেলা ছাত্রলীগের আহবায়ক জুয়েল চাকমা ও মাটিরাঙ্গা পৌর ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক মো. তছলিম উদ্দিন রুবেল।
জানা গেছে, মাটিরাঙ্গা সদরের ফায়ার সার্ভিস অফিস সংলগ্ন একটি টিনশেড ঘরে বিক্রির উদ্দ্যেশে মজুদ করা ভারতীয় শাড়ি রয়েছে এমন সংবাদের ভিত্তিতে মাটিরাঙ্গা থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মোজাম্মেল হকের নেতৃত্বে মাটিরাঙ্গা থানা পুলিশ অভিযান চালায়। এসময় ১৪৬ পিস ভারতীয় শাড়িসহ দুই ছাত্রলীগ নেতাকে আটক করে। যার বাজার মুল্য প্রায় তিন লাখ টাকা।
ঘটনার সত্যতা নিশ্চিত করে মাটিরাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শামসুদ্দিন ভুইয়া বলেন, ১৪৬ পিস ভারতীয় শাড়িসহ দুই ছাত্রলীগ নেতাকে আটক করা হয়েছে। তাদের মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।
২৪ ঘণ্টা/রিহাম/আকতার
Leave a Reply