শারদীয় দুর্গা পূজা উপলক্ষে চট্টগ্রাম মহানগরীর ১০ নং ওর্য়াডস্থ অসহায় দুঃস্থদের মাঝে ভোগ্যপণ্য এবং পূজা কমিটির নিকট নগদ অর্থ বিতরণ করা হয়েছে।
উত্তর কাট্টলী ওয়ার্ডের এর সাবেক কাউন্সিলর প্রফেসর নিছার উদ্দিন আহম্মেদ মঞ্জুর উদ্যোগে এ কার্যক্রমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত মেয়র পদপ্রার্থী বীর মুক্তিযোদ্ধা এম রেজাউল করিম চৌধুরী।
সাবেক কাউন্সিলর মঞ্জুর সভাপত্বিতে ও যুবনেতা শিপলু বিশ্বাস শিবুর সঞ্চালনায় ওনার নিজ বাসভবনে অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি বলেন, এবারের শারদীয় দূর্গা উৎসব কোভিড,-১৯ প্রাদুর্ভাব আসুরিক শক্তি জাগ্রত হয়েছে, এ আসুরিক শক্তিকে ধ্বংস করার জন্য সাথিকে পূজার মাধ্যমে আরাধনা করে সমস্ত দুঃখ কষ্ট রোগভোগ নিয়ন্ত্রণে রাখতে হবে।
তিনি আরো বলেন, ধর্ম যার যার রাষ্ট্র সবার এটা মাথা রেখে এবারের পূর্জাকে স্বার্থক করে তুলতে হবে।
এসময় আরো উপস্থিত কাজী আলতাফ হোসেন, মোঃ লোকমান আলী, মহিলা কাউন্সিল পদপ্রার্থী তাসলিমা নুরজাহান রুবি, মোঃ ইকবাল চৌধুরী, তরুন তপন দত্ত, বাবুল দও, ওয়ার্ড আওয়ামী লীগ নেতা মোঃ হারুন উর রশীদ (এম এ) আবু সুফিয়ান, যুবনেতা মোঃ সগির আলম, মিজানুর রহমান চৌধুরী মিঝু, মোঃ আরিফ ডালিম, ছাত্রলীগের সহ সম্পাদক রোকন উদ্দিন চৌধুরী, আনন্দ আচার্য্য, বাবু পাল, মিশু সেন, অতুল দে প্রমুখ।
সভা শেষে সকল পূজা মন্ডপ কমিটির নিকট নগদ অর্থ ও দুস্হদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
২৪ ঘণ্টা/রিহাম
Leave a Reply