ব্রীজঘাটে ইয়াবাসহ গ্রেফতার ৩, পিকআপ জব্দ

চট্টগ্রাম নগরীর কোতোয়ালি থানা ফিরিঙ্গিবাজার ব্রীজঘাট এলাকায় অভিযান চালিয়ে ৩ হাজার ২শ পিস ইয়াবাসহ ৩ ইয়াবা কারবারিকে গ্রেফতার করেছে নগর গোয়েন্দা পুলিশ। এসময় ইয়াবা পরিবহনে ব্যবহৃত পিকআপ ভ্যানটি জব্দ করা হয়েছে।

রবিবার রাত পৌনে আটটার সময় গোপন সুত্রে খবর পেয়ে ইয়াবার চালানসহ তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন, কক্সবাজার জেলার টেকনাফ বাহারছড়া নোয়াখালীয়াপাড়ার অছিউর রহমানের ছেলে মো. সেলিম (২০), একই জেলা ও থানার হ্ণীলা জাদিমুরা নুর মোহাম্মদের ভাড়াটিয়া মো. শাকেরের ছেলে আব্দুল আজিজ (২০) ও উখিয়া হলদিয়াপালং পূর্ব লেঙ্গুরবিল এলাকার মৃত রহমত আলীর ছেলে মো. আব্দুল্লাহ (২০)।

নগর গোয়েন্দা (বন্দর) বিভাগের উপ-পুলিশ কমিশনার এস.এম. মোস্তাইন হোসেন জানান, কক্সবাজার থেকে ইয়াবা সংগ্রহ করে একটি পিকআপ ভ্যানে করে ইয়াবার চালান চট্টগ্রাম নগরীতে প্রবেশ করছে সংবাদ পেয়ে অভিযানে নামে নগর গোয়েন্দা পুলিশের একটি টিম।

রবিবার রাতে পিকআপ ভ্যানটি ফিরিঙ্গীবাজার ব্রীজঘাট অতিক্রম করার সময় গাড়িটি থামিয়ে তল্লাশী চালানো হয়। এসময় তিন ইয়াবা কারবারি পালানোর চেষ্টা চালালে ধাওয়া করে তিনজনকেই গ্রেফতার করে পুলিশ। পরে তাদের দেখানো মতে পিকআপ ভ্যানের ভেতর থেকে ৩ হাজার ২শ পিস ইয়াবা উদ্ধার করা হয় এবং পিকআপভ্যানটি জব্দ করা হয়।

গ্রেফতার তিন ইয়াবাকারবারির বিরুদ্ধে নগরীর কোতোয়ালি থানায় মামলা দায়ের করা হয়েছে বলে তিনি জানান।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *