২৪ ঘণ্টা চট্টগ্রাম ডেস্ক : চট্টগ্রাম শহরের একটি কমিউনিটি সেন্টারে বিয়ের দাওয়াত খেতে গিয়ে অপহরণ হয় মো. সাইফুল (৪০) নামে এক সিএন্ডএফ ব্যবসায়ী। পরিবারের পক্ষ থেকে বিকেল সাড়ে ৪টার মধ্যে অপহরণ করার অভিযোগে থানায় মামলা দায়েরের পর রাত দেড়টার সময় তিনি মুক্ত হন।
এর আগে শুক্রবার সন্ধ্যায় হালিশহর থানায় অপহরণের অভিযোগে মামলাটি (১৯/২০২০) দায়ের করেন ব্যবসায়ী সাইফুলের স্ত্রী জান্নাতুল ফেরদৌস। মামলায় যুবলীগ নেতা নওশাদ, তার ভাই পাপ্পু, মোহাম্মদ মাসুদ ওরফে পাগল মাসুদ, নওশাদের গাড়ি চালক ও বউবাজার ঈদগাঁ এলাকার মুহাম্মদ ইকবাল, সাখাওয়াতসহ অজ্ঞাতনামা আরও তিন-চারজনকে আসামি করা হয়।
থানায় অভিযোগ সূত্রে জানা গেছে, শুক্রবার (১৬ অক্টোবর) নগরীর হালিশহর বউবাজার এলাকার দুলহান কমিউনিটি সেন্টারে আত্মীয়ের বিয়ের অনুষ্ঠানে দাওয়াত খেতে যান ব্যবসায়ী সাইফুল ও তার পরিবার।
বিকেল সাড়ে ৪টার সময় দাওয়াত খেয়ে বাসায় ফেরার উদ্দ্যেশে সাইফুল তার ব্যাক্তিগত গাড়িতে উঠতে গেলে প্রকাশ্য দিবালোকে তাকে মারধর করে সিলভার কালারের একটি নোহা মাইক্রোতে তুলে নিয়ে যায় অপহরণকারীরা।
তার স্ত্রীর দাবি ব্যবসা সংক্রান্ত বিরোধের জের ধরে যুবলীগ নেতা নওশাদ ও তার গাড়িচালক ইকবালসহ ১০-১৫ জন মিলে তার স্বামীকে প্রকাশ্য দিবালোকে মারধর করে গাড়িতে তুলে অপহরণ করে নিয়ে যায়।
স্ত্রী জান্নাতুল ফেরদৌস বলেন,আমরা আত্বীয়ের বিয়ে বাড়িতে গেলে পূর্ব থেকে বিরোধ থাকা নাওশাদ মাহমুদ রানা ও তার ড্রাইভার ইকবালসহ আমার স্বামীকে মারধর করতে শুরু করে। বাধা দিলে তারা আমার স্বজনদের উপরেও হামলা চালায়। পরে গাড়িতে তুলে অজ্ঞাত স্থানে নিয়ে যায়।
আইনশৃংখলা বাহিনীকে বিষয়টি অবগত করার কথা জানিয়ে অপহরণের পর থেকে বিভিন্ন নাম্বার থেকে হুমকী ধমকি দিয়ে বহু নাম্বার থেকে কল আসছে বলে তিনি জানান।
হালিশহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে জানান, সিএন্ডএফ ব্যবসায়ী সাইফুলকে অপহরণ করেছে বলে স্বজনরা থানায় অভিযোগ জানিয়েছে। তাদের মধ্যে ব্যবসায়িক লেনদেন ছিলো। অভিযোগ আমলে নিয়ে সাইফুলকে উদ্ধারে অভিযানে চেষ্টা চলছে বলে তিনি জানান।
রাত একটার দিকে হালিশহর থানার পরিদর্শক (তদন্ত) সঞ্জয় সিনহা প্রতিবেদককে জানিয়েছেন স্বজনদের কাছ থেকে অপহরণের অভিযোগ পেয়েছি। আমরা ব্যবসায়ী সাইফুল ইসলামকে উদ্ধারের জন্য অভিযান শুরু করেছি। আশা করি আমরা তাকে দ্রুত উদ্ধার করতে সক্ষম হবো।
এদিকে রাত আড়াইটার দিকে অপহৃত সাইফুলের খালাতো ভাই লুৎফর এহসান শাহ গণমাধ্যমকে জানিয়েছে শুক্রবার দিবাগত রাত ১ টা ৩৮ মিনিটের দিকে একটি মোটর সাইকেল করে নগরীর জিইসি মোড় এলাকায় ছেড়ে দেওয়া হয়। পুলিশি অভিযানের পর গ্রেফতার এড়াতে অপহরণকারীরা সাইফুলকে চোখ বেঁধে ছেড়ে দিয়ে যায় বলে মন্তব্য করেন এহসান।
জানা যায়, অপহৃত সিএন্ডএফ ব্যবসায়ী সাইফুল চট্টগ্রামের মিরসরাই উপজেলার ৮ নং ইউনিয়নের বাসিন্দা। বর্তমানে তিনি পরিবার নিয়ে নগরীর খুলশী ২ নং রোডের ২৯ নং বাড়ির ৭ নম্বর ফ্ল্যাটে বসবাস করে ব্যবসা পরিচালনা করে আসছেন।
২৪ ঘণ্টা/রাজীব
Leave a Reply