আটকে থাকা পরীক্ষা নিতে চবিতে মানববন্ধন

চবি প্রতিনিধিঃ করোনা ভাইরাসের কারণে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) বিভিন্ন বিভাগের আটকে থাকা পরীক্ষা নিতে মানববন্ধন করেছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এসময় শিক্ষার্থীরা পাঁচ দফা দাবি পেশ করেন।

শিক্ষার্থীদের পাঁচদফা দাবিগুলো হলো

১. যাদের পরীক্ষার রুটিন হয়েছিল, কিন্তু করোনার কারণে বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করায় পরীক্ষা শুরু করতে পারেনি, অবিলম্বে স্বাস্থ্যবিধি মেনে তাদের পরীক্ষার নতুন রুটিন ঘোষণা করে পরীক্ষা নেওয়ার ব্যবস্থা করা হোক।

২. হলগুলো শুধুমাত্র পরীক্ষার্থীদের জন্য খুলে দেওয়া হোক। এডমিট কার্ডের মাধ্যমে হলে প্রবেশের অনুমতি দেওয়া হোক।

৩. হল সমূহ খুলে না দিলেও নিজ নিজ বিভাগকে পরীক্ষা নেওয়ার অনুৃমতি দেওয়া হোক।

৪. যাদের ২/৩/৪ টি বা এর বেশি পরীক্ষা হয়ে গেছে তাদের ক্ষেত্রে শেষ হয়ে যাওয়া পরীক্ষাসমূহের মূল্যায়নকৃত গ্রেডের ভিত্তিতে ফলাফল প্রকাশ করা হোক, যে পদ্ধতি পার্শ্ববর্তী দেশ ভারত ও পাকিস্তান অনুসরণ করেছে।

৫. পরীক্ষা ইস্যুতে আটকে না থেকে পরবর্তী বছরের ক্লাস অনলাইনে শুরু করা হোক। যেভাবে ঢাবি, জাবিসহ অন্যান্য বিশ্ববিদ্যালয় ইতোমধ্যে সিদ্ধান্ত নিয়েছে।

সোমবার (১৯ অক্টোবর) বেলা ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার প্রাঙ্গণ ও প্রশাসনিক ভবনের সামনে দুই দফা মানববন্ধন অনুষ্ঠিত হয়। পরে শিক্ষার্থীরা প্রক্টর বরাবর স্মারকলিপি প্রদান করে।

মানববন্ধনে শিক্ষার্থীরা বলেন, করোনার কারণে বিশ্ববিদ্যালয়ের বেশ কয়েকটি বিভাগের বিভিন্ন সেশনের পরীক্ষা বন্ধ হয়ে আছে। শিক্ষামন্ত্রণালয় যেভাবে চলমান ছুটিকে বাড়িয়েই যাচ্ছে তাতে অনুমান করাই যায় যে সামনের শীত মৌসুমেও হয়তো শিক্ষাপ্রতিষ্ঠান খুলছে না। ফলস্বরূপ বিশ্ববিদ্যালয়ের কয়েকটি বিভাগ ইতোমধ্যে সেশন জটে পড়ে গেছে।

তারা আরও বলেন, ইতোমধ্যে অন্যান্য বিশ্ববিদ্যালয় অনলাইন ক্লাস এবং পরীক্ষার ব্যাপারে সিদ্ধান্ত নিলেও চবি এখনো অনলাইন ক্লাসেই সীমাবদ্ধ রয়েছে। যেখানে অন্যান্য বিশ্ববিদ্যালয় পরীক্ষা ইস্যুতে আটকে না থেকে পরবর্তী সেমিস্টার শুরুর অনুমতি দিয়েছে সেখানে আমাদের বিশ্ববিদ্যালয় প্রশাসন এই ব্যাপারে এবং পরবর্তী পরীক্ষাগুলো নিয়েও এখনো কোনো উদ্যোগ গ্রহণ করেনি। ফলে আমরা যারা অসমাপ্ত পরীক্ষা দিতে পারিনি, তাদের কোনো অনলাইন ক্লাসও হচ্ছে না এবং বাকি পরীক্ষা কবে হবে তারও কোনো নিশ্চয়তা পাচ্ছি না। তাই আমরা এই সমস্যা নিরসনে দ্রুত প্রশাসনের উদ্যোগ চাই।

২৪ ঘণ্টা/রিহাম/মেহেদী

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *