বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ রাউজান উপজেলা দক্ষিণ শাখার সভাপতি প্রকাশ শীল, সাধারণ সম্পাদক ম্যালকম চক্রবর্তীর নেতৃত্বে সংগঠনের নেতৃবৃন্দ দক্ষিণ রাউজানের নোয়াপাড়া, বাগোয়ান, পশ্চিম গুজরা, উরকিরচর, পূর্বগুজরা, কদলপুর, পাহাড়তলী ইউনিয়ন ও পশ্চিম গুজরা আশালতা সংঘের শ্যামা পূজায় পরিদর্শন করেন।
এ সময় উপস্থিত ছিলেন সুজিত দাশ মিন্টু, চন্দন কুমার বিশ্বাস,ধনা মালাকার,খোকন চন্দ্র সেন,বিশেষ অতিথি ইউ,পি সদস্য অজিত বিশ্বাস,শ্যামল বিশ্বাস,প্রনব দাশ,চট্টেশ্বর ভট্টাচার্য, শিবু চক্রবর্তী, বাবু ধর, রুবেল বৈদ্য, উজ্জ্বল দত্ত, মিঠুন দে, নিশান চৌধুরী,বাবলা চৌধুরী, অর্ণব চক্রবর্তী।
এ সময় বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ রাউজান উপজেলা দক্ষিণ শাখার সাধারণ সম্পাদক ম্যালকম চক্রবর্তী বলেন, রাউজানে সনাতন সম্প্রদায়ের মানুষ স্বর্ণালী যুগ পার করছে।
এই জনপদে অসাম্প্রদায়িক রাউজানের রূপকার সাংসদ এ বি ফজলে করিম চৌধুরীর বলিষ্ট নেতৃত্বে সকল ধর্মের মানুষ সৌহার্দ্য, সম্প্রীতির একটি দৃষ্টান্ত স্থাপন করেছে।
Leave a Reply