রিজভী-টুকু-নয়নের সুস্থতা কামনায় হালিশহর থানা যুবদলের দোয়া ও মিলাদ

বিএনপির সিঃ যুগ্ম মহাসচিব এডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ, জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু ও সিঃ‌ যুগ্ম সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন এর সুস্থতা কামনায় জাতীয়তাবাদী যুবদল হালিশহর থানার উদ্যোগে সোমবার (১৯ই অক্টোবর) বাদ আসর মধ্যম রামপুর হযরত রসু শাহ(রা) মাজারস্থ মসজিদে এক দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।

এতে চট্টগ্রাম মহানগর যুবদলের সহ-সভাপতি ফজলুল হক সুমন, আব্দুল গফুর বাবুলসহ হালিশহর থানা আওতাধীন বিভিন্ন ওয়ার্ড ও ইউনিট যুবদলের প্রমুখ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

উক্ত দোয়া মাহফিলে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ যুবদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন সহ দলের সকল নেতাকর্মীদের রোগমুক্তি কামনা, করোনা মহামারী ও অন্যান্য রোগে মৃত্যবরণকারীদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া ও বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।

ক্যাপশন: বিএনপির সিঃ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ, যুবদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু ও সিঃ‌ সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন এর সুস্থতা কামনায় হালিশহর থানা যুবদলের দোয়া ও মিলাদ মাহফিল।

২৪ ঘণ্টা/রিহাম

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *