মো:পারভেজ,হাটহাজারী প্রতিনিধি:হাটহাজারীতে নুরুল আলম (৫৪) নামে এক ভূয়া ডাক্তারকে ৩০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার (১৯ অক্টোবর) বিকাল সাড়ে ৪ টার দিকে ফতেয়াবাদ বটতল বাজারের মেসার্স আলম ফার্মেসীতে এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শরীফ উল্যাহ।
সূত্র জানায়, ডাঃ পদবি ব্যবহারের জন্য আইন অনুযায়ী উপযুক্ত শিক্ষাগত যোগ্যতার সনদ ছাড়া প্যাডে, সিলে ও কার্ডে ডাঃ পদবি ব্যবহার করে সেবা গ্রহীতার সাথে দীর্ঘ দিন থরে প্রতারণা করে আসছিল নুরুল আলম। গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মাদ রুহুল আমিনের নির্দেশনায় সোমবার বিকাল ৪:৩০ টায় সহকারী কমিশনার (ভূমি) শরীফ উল্যাহ বটতল বাজারের মেসার্স আলম ফার্মেসীতে মোবাইল কোর্ট পরিচালনা করে নুরুল আলমকে সেবাগ্রহীতার সাথে প্রতারণার অপরাধে সংশ্লিষ্ট আইন অনুযায়ী ৩০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন। সেই সাথে প্যাড, কার্ড ও সিল জব্দ করা হয় এবং প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করা হয়।
অভিযানের সত্যতা স্বীকার করে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শরীফ উল্যাহ জানান, জনকল্যাণে ও জনসচেতনতায় ভ্রাম্যমাণ আদালতের এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।
২৪ঘণ্টা/এন এম রানা
Leave a Reply