বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পাহাড়তলী থানা যুবদলের উদ্যোগে আজ বাদ আছর ডি.টি রোডস্থ ভেলুয়ার দীঘি জামে মসজিদে কারাবন্দী সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া’র কারামুক্তি ও দীর্ঘায়ু কামনা করে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
উক্ত দোয়া ও মিলাদ মাহফিল পরিচালনা করেন মসজিদের খতিব মাওলানা মুক্তার আহমেদ আল কাদেরী।
এতে চট্টগ্রাম মহানগর বিএনপির সহ-সভাপতি ও পাহাড়তলী থানা বিএনপির সাবেক সভাপতি শামসুল আলম কমিশনার, মহানগর যুবদলের সভাপতি মোশাররফ হোসেন দীপ্তি, সহ-সভাপতি নুর আহমেদ, ফজলুল হক সুমন, সহ- সাধারণ সম্পাদক শাহজালাল পলাশ, মোহাম্মদ ইয়াছিন, দপ্তর সম্পাদক মোহাম্মদ সাগির, সদস্য আজিজ চৌধুরী।
পাহাড়তলী থানা যুবদলের সদস্য সচিব শওকত খাঁন রাজু, যুগ্ম আহবায়ক ইকবাল হোসেন মিলন, শফিকুর রহমান, মোমেন চৌধুরী, আবু ঈসা বাবুল, আনোয়ার হোসেন, ১২নং সরাইপাড়া ওয়ার্ড যুবদলের আহবায়ক সাইফুল আলম, ৯নং উত্তর পাহাড়তলী ওয়ার্ড যুবদলের আহবায়ক মোহাম্মদ ইউনুছ, ১১ং দক্ষিণ কাট্টলী ওয়ার্ড যুবদলের আহবায়ক মোহাম্মদ মুজাহিদ, যুবদল নেতা ইকবাল হোসেন, দেলোয়ার হোসেন, মোহাম্মদ বেলাল, শাহ আলম সালেক, কাউছার হোসেন লেদু, রহমত উল্লাহ ডন, মোহাম্মদ মাসুদ, মোহাম্মদ সুমন,এস এম অভি, নুরুজ্জামান চৌধুরী নুরু, মোহাম্মদ আজি, নুর আলমসহ নেতাকর্মীরা শরিক হন।
Leave a Reply