ঝালকাঠিতে এলজিএসপি-৩ এর আওতায় বাইসাইকেল সেলাই মেশিনসহ করোনা প্রতিরোধক সামগ্রী বিতরণ

ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠির বাসন্ডা ইউনিয়নে মঙ্গলবার (২০,অক্টোবর) এলজিএসপি-৩ এর আওতায় বাইসাইকেল সেলাই মেশিন রিং স্লাব ও করোনা প্রতিরোধক সামগ্রী বিতরণ করা হয়েছে।
২০১৯-২০ অর্থ বছরে এলজিএসপি-৩ এর আওতায় স্কুল ছাত্রীদের মাঝে বাইসাইকেল, কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে দুস্থ মহিলাদের মাঝে সেলাই মেশিন, হত দরিদ্রদের মাঝে বিনামূল্যে রিং স্লাব ও করোনা ভাইরাস প্রতিরোধের লক্ষে জনগনের মাঝে ব্লিসিং পাউডার, সার্জিক্যাল মাস্ক ও সাবান বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার সকাল ১১ টায় বাসন্ডা ইউনিয়ন পরিষদ মিলনায়তনে বাসন্ডা ইউপি 8চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোবারক হোসেন মল্লিকের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ঝালকাঠী উপজেলা নির্বাহী কর্মকর্তা রোজী আকতার। বিশেষ অতিথি ছিলেন এলজিএসপি-৩ ডিস্ট্রিক ফ্যাসিলেটেটর মো: শুভ বিশ্বাস, পিআইও মো: মোজাম্মেল হক। অনুষ্ঠানে পরিচালনা করেন ইউপি সচিব মো: সবুজ । সার্বিক বাস্তবায়নের দায়িত্বে ছিল বাসন্ডা ইউনিয়ন পরিষদ।
২৪ঘণ্টা/এন এম রানা/আতাউর

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *