লোহাগাড়ায় ১৭ হাজার ইয়াবাসহ র‌্যাবের হাতে ধরা মাদক ব্যবসায়ী

লোহাগাড়া প্রতিনিধি : চট্টগ্রামের লোহাগাড়ায় র‌্যাবের হাতে ধরা পড়েছে মো. জুয়েল রানা (৩২) নামে এক মাদক ব্যবসায়ী।

আজ মঙ্গলবার (২০ অক্টোবর) দিবাগত রাত ১টার দিকে লোহাগাড়া বাজারস্থ একটি হাসপাতালের সামনে থেকে তাকে আটক করা হয়। রানা পটুয়াখালী জেলার বাউফল থানার বাড়িপাশা গ্রামের আলী আকবরের ছেলে।

র‌্যাব ৭ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার (মিডিয়া) মাহমুদুল হাসান মামুন ইয়াবাসহ মাদকব্যবসায়ী আটকের বিষয়টা নিশ্চিত করেছেন। তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে লোহাগাড়ার চেকপোস্ট বসিয়ে একটি ট্রাকে তল্লাশী করলে ১৭ হাজার ২শ ৩৫ পিস ইয়াবা পাওয়া যায়। ইয়াবা বহনের অপরাধে রানাকে আটক করে ইয়াবা বহনকারী ট্রাকটি জব্দ করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদের জুয়েল দীর্ঘদিন ধরে কক্সবাজার থেকে দেশের বিভিন্ন অঞ্চলে ইয়াবা সরবরাহ করতো বলে জানিয়েছে। উদ্ধারকৃত ইয়াবাসহ আটক জুয়েল রানাকে লোহাগাড়া থানায় হস্তান্তর করা হয়েছে।

২৪ ঘণ্টা/রিহাম

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *