চট্টগ্রাম মহানগর বিএনপির সভাপতি ও বিএনপি’র মেয়র প্রার্থী ডা. শাহাদাত হোসেন বলেছেন, দেশের মানুষের ভোটাধিকার,গণতন্ত্র ও বাকস্বাধীনতা নেই।
তিনি বলেন, আজ দেশের মানুষের গণতন্ত্র ও মৌলিক অধিকার ভূলুণ্ঠিত। দেশে আইনের শাসন নেই গণতন্ত্র নেই, ভোটাধিকার নেই, মানবাধিকার বলতে কিছুই নেই। দেশে ধর্ষণ, নারী নির্যাতন-নিপীড়ন প্রতিনিয়ত ঘটছে। দেশে যতদিন পর্যন্ত নির্দলীয় সরকার প্রতিষ্ঠা হবে না, ততদিন পর্যন্ত এই দেশের মানুষের গণতান্ত্রিক অধিকার থেকে বঞ্চিত হবে। দেশের প্রতিটি মানুষকে নিজ,নিজ অধিকার আদায়ে সোচ্চার হতে হবে। গণতন্ত্র প্রতিষ্ঠায় রাজপথে নামতে হবে।
আজ দুপুরে হাজিরা শেষে সংক্ষিপ্ত সমাবেশে একথা বলেন।
চট্টগ্রাম মহানগর বিএনপির সাধারণ সম্পাদক আবুল হাসান বক্কর বলেন, দেশে চলছে গণতন্ত্রহীন এক দলীয় সরকারের অধীনে। বাক স্বাধীনতা বলতে কিছুই নেই। বিএনপির হাজার হাজার নেতাকর্মীর বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হয়েছে। সাধারণ মানুষকে নির্যাতন-নিপীড়নের শিকার হতে হচ্ছে।
এসময় আইনজীবীদের মধ্যে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট আব্দুস সাত্তার, এডভোকেট মফিজুল হক ভুঁইয়া, এডভোকেট সিরাজুল ইসলাম চৌধুরী, অ্যাডভোকেট কামরুল ইসলাম সাজ্জাদ, এডভোকেট নেজাম উদ্দিন , এডভোকেট মাহবুবুল আলম চৌধুরী মারুফ, এডভোকেট এরফান, এডভোকেট জাহিদ বিন রশিদ প্রমুখ নেতৃবৃন্দ।
২৪ ঘণ্টা/রিহাম
Leave a Reply