চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের কোষাধ্যক্ষ, সিডিএ’র সাবেক চেয়ারম্যান ও ওয়েল গ্রুপের প্রতিষ্ঠাতা আবদুচ ছালামসহ তার পরিবারের অন্তত ১৮ সদস্য করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।
আবদুচ ছালামের ছোটভাই ওয়েল গ্রুপের পরিচালক সৈয়দ নজরুল ইসলাম বৃহস্পতিবার দিনগত রাত ১২ টার পর ফেসবুকে পোস্টে বিষয়টি নিশ্চিত করে সকলের কাছে দোয়া চেয়েছেন।
পোস্টে তিনি লিখেন, ‘আমাদের বাসার সবার করোনা পজেটিভ। তার মধ্যে আম্মা, মেঝ ভাবী, ছোট ভাই তারেকের বউ। এই তিন জনকে জরুরি ভিত্তিতে ইমপেরিয়াল হসপিটালে ভর্তি করানো হয়েছে। সকল বন্ধু শুভাকাঙ্খীদের প্রতি অনুরোধ সবাই আমাদের জন্য দোয়া করবেন।’
তবে একান্নবর্তী মেহরার এ পরিবারটিতে আবদুচ ছালাম, তার মেজ ভাই স্বেচ্ছাসেবক লীগের নবাগত কেন্দ্রিয় উপদেষ্টা সৈয়দ নুরুল ইসলাম, তার মা মাবিয়া খাতুনসহ মোট ১৮ জন আক্রান্ত হবার খবর পাওয়া গেলেও সুনির্দিষ্ট নাম পাওয়া যায়নি। এদের মধ্যে পরিবারের তিনজনকে নগরীর ইমপেরিয়াল হাসপাতালে ভর্তিও করানো হয়েছে।তবে ওয়েল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ সিরাজুল ইসলাম কমু করোনামুক্ত আছেন।
২৪ ঘণ্টা/রিহাম
Leave a Reply