বিসিকে আর্থিক বিশ্লেষণ বিষয়ক প্রশিক্ষণ সম্পন্ন

রাজধানীতে বিসিক কর্মকর্তাদের পাঁচ দিনব্যাপী এক প্রশিক্ষণ শেষ হয়েছে। ‘ফিনান্সিয়াল এনালাইসিস এন্ড ক্রেডিট ম্যানেজমেন্ট ফর এসএমই’স’ শিরোনামে এ প্রশিক্ষণ যৌথভাবে আয়োজন করে বিসিক ও ইউরোপিয়ান ইউনিয়নের প্রিজম প্রকল্প।

বৃহস্পতিবার বিকেলে উত্তরায় ক্ষুদ্র ও কুটির শিল্প প্রশিক্ষণ ইনস্টিটিউট স্কিটির প্রশিক্ষণ কক্ষে এ কর্মশালার সমাপনী এবং সনদ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এ প্রশিক্ষণে ক্ষুদ্র উদ্যোক্তাদের আর্থিক অবস্থা বিশ্লেষণ, ঋণ প্রদানের ঝুঁকি, ডিজিটাল ফিনান্স, সম্ভাব্য উদ্যোক্তা খুজে বের করা এবং ফিনান্সিয়াল ডিজিটাল সার্ভিসেস পাওয়ার্ড বাই মোবাইল ফোন বিষয়গুলো অন্তভূক্ত ছিলো। বিশেষকরে যেসব বিসিক কর্মকর্তা ক্ষুদ্র উদ্যোক্তাদের ঋণ প্রদান করে থাকেন তাদের দক্ষতা বৃদ্ধিতে এ প্রশিক্ষণ প্রদান করে প্রিজম প্রকল্প এবং বিসিক।

এতে বিসিকের ২৫ জন কর্মকর্তা অংশগ্রহণ করেন। প্রিজম প্রকল্পের টিম লিডার আলী সাবেত এ কর্মশালাটি পরিচালনা করেন। সমাপনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্কিটির অধ্যক্ষ মোঃ শফিকুল আলমসহ বিসিক, স্কিটি ও প্রিজম প্রকল্পের কর্মকর্তারা।

২৪ ঘণ্টা/মোরশেদ

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *