গত ১৩ অক্টোবর পর্তুগাল ফুটবল ফেডারেশন রোনালদোর করোনা আক্রান্ত হওয়ার খবর নিশ্চিত করে। যদিও তাঁর শরীরে কোনও উপসর্গ নেই। কিন্তু সিআর সেভেন তারপর থেকেই আইসোলেশনে রয়েছেন। পর্তুগাল থেকে তিনি সোজা তুরিনে চলে যান।
নিয়ম অনুযায়ী ২২ অক্টোবরের মধ্যে দ্বিতীয় কোভিড টেস্ট করার কথা ছিল ক্রিশ্চিয়ানো রোনালদোর। সেই পরীক্ষা করিয়েছেন সিআর সেভেন। আর সেই কোভিড টেস্টের ফলও পজিটিভ এসেছে। স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কা সূত্রে খবর, দ্বিতীয় পরীক্ষাতেও রোনালদোর শরীরে করোনার অস্তিত্ব ধরা পড়েছে। ফলে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে বার্সেলোনার বিরুদ্ধে নামতে অনিশ্চিত ক্রিশ্চিয়ানো রোনালদো
উয়েফার করোনা প্রটোকল অনুযায়ী, একজন খেলোয়াড়কে মাঠে নামার এক সপ্তাহ আগেই করোনা নেগেটিভ হতে হবে। কিন্তু রোনালদো তা পারলেন না। যদিও করোনা পজিটিভ হওয়ার পর নিজ দেশে সিআর সেভেনের আইসোলেশনে থাকার কথা। তবে নিয়মের তোয়াক্কা না করে ইতালিতে ফিরেছেন জুভেন্টাস ফরোয়ার্ড।
নিয়ম ভেঙে তুরিনে ফিরে আসায় সমালোচনার মুখে পড়েছেন রোনালদো।
আগামী ২৮ অক্টোবর চ্যাম্পিয়নস লিগের গ্রুপ পর্বের ম্যাচে বার্সেলোনার মুখোমুখি হবে জুভেন্টাস। ধারণা করা হচ্ছিল, এই ম্যাচে দীর্ঘদিন পর মেসি বনাম রোনালদো দ্বৈরথ দেখা যাবে। কিন্তু দ্বিতীয় পরীক্ষাতেও করোনা পজিটিভ হওয়ায় সে আশা ভেস্তে গেল।
তবে সুযোগ এখনও শেষ হয়নি। গ্রুপের ষষ্ঠ ম্যাচে আবারও দুই দল মুখোমুখি হবে।
মেসি ও রোনালদো এর আগে কখনোই চ্যাম্পিয়নস লিগের গ্রুপ পর্বে মুখোমুখি হননি। তবে তিনটি ভিন্ন ভিন্ন মৌসুমের নকআউট পর্বে দেখা হয়েছে তাদের।
করোনা পজিটিভ থাকা সত্ত্বেও ক্রিশ্চিয়ানো রোনালদো নতুন হেয়ার স্টাইল করে ফিটনেস বাড়ানোর ট্রেনিংয়ে নেমে পড়েছেন। হোম কোয়ারেন্টাইনে থাকা পর্তুগিজ তারকা সোশ্যাল মিডিয়ায় সেই ছবি পোস্ট করেছেন। মাথায় এখন আর চুল নেই সিআর সেভেনের।
করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার পর দুটি ম্যাচে জুভেন্টাসের জার্সিতে মাঠে নামতে পারেননি রোনালদো। তুরিনে তিনি গৃহবন্দি রয়েছেন।
২৪ ঘণ্টা/রিহাম
Leave a Reply