সীতাকুণ্ড প্রতিনিধি:সনাতন সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব দূর্গা পূজা উপলক্ষে সনাতন বিদ্যার্থী সংসদ সীতাকুণ্ড উপজেলার সকল ইউনিয়ন শাখা সংসদের উদ্যোগে উপজেলার বিভিন্ন ইউনিয়নের ২০০ জন গরীব, অসহায় ও দুঃস্থ ব্যক্তির মাঝে শারদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার উপজেলা শাখার আহ্বায়ক মৃন্ময় বসাক (অর্প) ও সচিব ইমন দে এর নেতৃত্বে শাড়ি ও লুঙ্গি বিতরণ করা হয়। চট্টগ্রাম-৪ আসনের সাংসদ আলহাজ্ব দিদারুল আলম এবং সহযোগী পৃষ্ঠপোষক উপজেলা নির্বাহী অফিসার মিল্টন রায়, মডেল থানার ওসি (তদন্ত) সুমন কুমার বণিক, পৌরসভার কাউন্সিলর জুলফিকার আলী মাসুদ (শামীম), সংসদের প্রধান উপদেষ্টা পলাশ কুমার চৌধুরীসহ উপদেষ্টামণ্ডলীর
পৃষ্ঠপোষকতায় উক্ত উপহার সামগ্রী বিতরণ করা হয়।
উপজেলা সংসদ এর আহ্বায়ক মৃন্ময় বসাক (অর্প) বলেন, শুরু থেকেই আমরা বিভিন্ন স্বেচ্ছাসেবামূলক কর্মকান্ডে সংগঠনটিকে জড়িত রাখার চেষ্টা করেছি। তারই ধারাবাহিকতায় প্রতিষ্ঠাতা সভাপতি শ্রী কুশল চক্রবর্ত্তীর পরামর্শক্রমে, এবার দূর্গা পূজায় সমগ্র উপজেলা ব্যাপী প্রতিটি ইউনিয়নে শারদ উপহার পৌঁছে দেওয়ার চেষ্টা করেছি।
উপহার সামগ্রী বিততরনকালে উপস্থিত ছিলেন সচিব ইমন দে, তন্ময় সোম, প্রমিত মিত্র; সনজিত, মৃত্যুঞ্জয়, নয়ন, রুবেল, প্রীতম, প্রান্ত, শুভ, সুকান্ত, সৌরভ, সুব্রত, আকাশ, অনিক, অর্ণব, বিশ্বজিৎ, শুভ, পিয়ানু, সেতু, বিপ্লব, প্রদীপ, তমাল, ইমু, অয়ন, সুশান্ত, সজল, অরূপ, সুমন; নারী বিদ্যার্থীর চন্দ্রা, দেবীকা, রিক্তা, প্রেমা, সুমিতা, বর্ষা, অর্চিতা, ঐশী।
২৪ঘণ্টা /এন এম রানা /দুলু
Leave a Reply