রাউজানের উত্তরসর্তা জিলানী চাইল্ড কেয়ার স্কুলের ২০১৯ সালের জেএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান স্কুল অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়েছে।
অধ্যাপক মুহাম্মদ আলীর সভাপতিত্বে ও সহকারী শিক্ষক আবদুল কুদ্দুছের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন রাউজান উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা তৌহিদ তালুকদার। প্রধান আলোচক ছিলেন রাঙ্গামাটি সরকারি কলেজের ইংরেজি বিষয়ের প্রভাষক ইকবাল হোসেন। বিশেষ অতিথি ছিলেন রাউজান উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা আবদুল মমিন।
শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন সাবরিনা তালেব তানহা, নাবিলা জামান নৈশি, তানবিনা নাসরীন উম্মি, সাবেক শিক্ষক তৌফিকুল হোসাইন,
এছাড়া,দরগাহ বাজার সমিতির সিনিয়র সহ-সভাপতি জসিম উদ্দিন, সেক্রেটারী মোঃ জামাল উদ্দিন বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্কুলের প্রতিষ্ঠাতা সদস্য খোরশেদুল আলম মুন্না, মোঃ রফিক, মোঃ হানিফ, মোতালেব সওদাগর, হাছান তালুকদার, মোঃ রফিক, শামসুল হুদা, শিক্ষক শিক্ষিকা ও অভিভাবকবৃন্দ।
বক্তারা বলেন সন্তানদের থেকে দীর্ঘমেয়াদী ভালো ফল পেতে হলে তাদের ছোট বেলায় পরিচর্যা করুন, সময় দিন, অসুস্থ প্রতিযোগিতায় নামবেন না, জিপিএ ৫ এর চেয়েও জরুরী বাচ্চারা কি শিখল, কতটুকু জ্ঞান অর্জন করেছে তা খেয়াল রাখা। সভা শেষে ৫ম ও ৮ম শ্রেণীর পরীক্ষার্থীদের শিক্ষা উপকরণ উপহার প্রদান করা হয়।
Leave a Reply