শেলি মান্নার প্রযোজনায় ঢাকায় ছবিতেই ঋতুপর্ণা

.jpg

ঢাকার অনেক ছবিতেই অভিনয় করেছেন ঋতুপর্ণা। আবারও নতুন একটি ছবির শুটিং এ অংশ নিলেন কলকাতার জনপ্রিয় এই নায়িকা। ছবির নাম ‘জ্যাম’।

গতকাল থেকে নঈম ইমতিয়াজের পরিচালনায় ছবির শুটিং শুরু করেছেন তিনি। এ ছবির সেটে শুটিংয়ের ফাঁকে তিনি বলেন, ছবির কাহিনীটা বেশ জোরালো। এখানে বিশেষ চরিত্রে অভিনয় করছি। আদালতের দৃশ্য চলছে আজ। এ নিয়ে খুব বেশি বলতে চাই না। শুধু বলব, একটা ভালো গল্পের ছবি দর্শকরা সিনেমা হলে গিয়ে দেখতে পাবেন।

এদিকে শুটিং শেষে আগামীকাল বৃহস্পতিবার কলকাতায় ফিরবেন ঋতুপর্ণা। প্রয়াত বাংলা সিনেমার জনপ্রিয় নায়ক মান্নার সঙ্গে অনেক ছবিতে কাজ করেছেন এই অভিনেত্রী। তাদের অভিনীত সব কটি ছবিই ব্যবসা সফল।

আগেই জানা গেছে, প্রযোজনা প্রতিষ্ঠান কৃতাঞ্জলি চলচ্চিত্রের কর্ণধার ও প্রয়াত চিত্রনায়ক মান্নার স্ত্রী শেলি মান্না এবার চলচ্চিত্র প্রযোজনা করছেন। গত বছরের ২৩ জুলাই রাজধানীর ঢাকা ক্লাবে কেক কেটে ছবিটির যাত্রা শুরু করেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এ ছবিতে আরো অভিনয় করছেন আরিফিন শুভ ও পূর্ণিমা।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *