ফটিকছড়ি প্রতিনিধি: ফটিকছড়ির নাজিরহাট বড় মাদ্রাসায় দুই পক্ষের গন্ডগোলে পন্ড হয়েছে মাওলানা সেলিম উল্লাহর সংবাদ সম্মেলন।
এসময় হাতাহাতি, চেয়ার ছুড়াছুড়ি, বোতল মারামারির ঘটনা ঘটেছে। পরে ফটিকছড়ি থানা পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
জানা গেছে, শনিবার দুপুরে নাজিরহাট বড় মাদ্রাসার মাওলানা সেলিম উল্লাহ একটি সংবাদ সম্মেলন আহবান করেন। যোহরের নামাজের পর সংবাদ সম্মেলনে জহুরুল হক চৌধুরী, রুহুল আমিন সওদাগর, ছাত্র ইছমাইল বক্তব্য রাখার সময় “নারায়ে তকবির-আল্লাহু আকবর, সুরা চাই, সুরা চাই” বলে শ্লোগান দিতে থাকে ছাত্ররা। এরপর
মাওলানা সেলিম উল্লাহ মাইকে বার বার ঘোষনা দিয়েও ছাত্রদের শান্ত করতে পারেনি। এ ছাত্ররা চেয়ার, বোতল ছুড়াছুড়ি করে। বাঁশ হাতে এক পক্ষ আরেক পক্ষকে তাড়া করে। ইট পাটকেল ছুড়ে মারে।
এসময় দ্রুত ফটিকছড়ি থানার ওসি বাবুল আকতার ঘটনাস্থলে উপস্থিত হয়ে মাওলানা সেলইম উল্লাহ ও সংবাদ সম্মেলন আয়োজকদেরকে উপরে অফিস কক্ষে পৌছে দেন।
তখন দুই দিকে দুই পক্ষ অবস্থান নিয়ে এক পক্ষ সুরা চাই, সুরা চাই এবং অপর পক্ষ সুরা হবেনা, সুরা হবেনা শ্লোগান দিতে থাকে।
২৪ঘণ্টা/এন এম রানা
Leave a Reply