টানা বৃষ্টিতে আনোয়ারায় ফসলের ব্যাপক ক্ষয় ক্ষতির আংশঙ্কা

আনোয়ারা প্রতিনিধি: সারা দেশের ন্যায় আনোয়ারাও টানা বৃষ্টিতে ফসলের ব্যাপক ক্ষয় ক্ষতির আশঙ্খা করা হচ্ছে। গত ৪দিন ধরে শুরু হওয়া প্রবল বৃষ্টিপাত অব্যাহত থাকায় উপজেলার বেশ কিছু অঞ্চলে আগাম সবজি চাষ হওয়া ফসল গুলো পানির নিছে তলিয়ে গেছে। তাছাড়াও আমন ধান নিয়ে কৃষকরা বেশ শঙ্কিত হয়ে পড়েছে।
এছাড়াও শীতকালীন সবজির বীজের জন্য তৈরিকৃত বীজতলা ব্যাপক ক্ষতির মুখে রয়েছে। ইতিমধ্যে উপজেলার কিছু কিছু জায়গায় কৃষকরা মাঠে বপন করেছেন লাল শাক, মূলা, লাউ, শিমসহ বিভিন্ন জাতের সবজি। এসব জমির মাটি ভিজে কিংবা পানি জমে থাকায় ফসলের ব্যাপক ক্ষয় ক্ষতির আশঙ্খা করা হচ্ছে । সাঙ্গুর তীরবর্তী ফকিরার চরের কৃষক মুহাম্মদ নূর বলেন,গত ৪দিন ধরে অঝরে বৃষ্টির কারণে আমরা আগাম সবজির জন্য তৈরী করা জমি একেবারে নষ্ট হয়ে গেছে। তাছাড়া উপজেলার পূর্ব অঞ্চলের আমন ধান পানির মধ্যে ডুবে রয়েছে । ধান বের হবার আগ মুহুর্তে লাগাতার বৃষ্টি অন্য দিকে জোয়ারে পানি বৃদ্ধি হওয়ায় আমন নিয়ে হতাশ কৃষকরা।
কৃষক নুরুল ইসলাম বলেন, শীতকালীন সবজি হিসেবে দেড় বিঘা জমিতে বিভিন্ন শাকের বীজ রোপণ করেছি। ইতিমধ্যে গঁজানো শুরু করেছে। কিন্তুু টানা বৃষ্টিপাতে এগুলো জমিতে নষ্ট হয়ে যাচ্ছে।
এ বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা হাসানুজ্জামান বলেন, টানা বৃষ্টিতে সবজির বীজতলার ক্ষতির আশঙ্খা করা হচ্ছে। এছাড়াও আমনে পোকার আক্রমণ বাড়তে পারে। বৃষ্টির কারণে যাতে করে কৃষকদের ফসলের ক্ষতি কম হয়, এ বিষয়ে মাঠ পর্যায়ে উপ-সহকারী কৃষি কর্মকর্তারা কৃষকদের সার্বিক পরামর্শ দেওয়ার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।
২৪ঘণ্টা/এন এম রানা/জাবেদুল

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *