রাউজানের বিভিন্ন মণ্ডপ পরিদর্শন করেছেন চট্টগ্রাম রেঞ্জ’র অতিরিক্ত ডিআইজি ও পুলিশ সুপার

রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি : চট্টগ্রামের রাউজান পৌর এলাকার বিভিন্ন দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শন করেছেন চট্টগ্রাম রেঞ্জ এর অতিরিক্ত ডিআইজি জাকির হোসেন খান ও চট্টগ্রাম জেলা পুলিশ সুপার এস এম রশিদুল হক। পুজা মণ্ডপ পরিদর্শন কালে স্বাস্থ্যবিধি এবং সরকারি নির্দেশনা মেনে পুজার আয়োজন করায় পুজা উদযাপন কমিটির নেতৃবৃন্দদের প্রশংসা করেন।

শনিবার (২৪ অক্টোবার) বিকেলে রাউজান পৌরসভার ৯ নং ওয়ার্ডের পশ্চিম রাউজান শ্রী শ্রী শিব ও কালি মন্দির পরিদর্শন করেন।

এ সময় মন্দির প্রাঙ্গণে পশ্চিম রাউজান পল্লী জনকল্যান সমিতির সুধী সমাবেশে অংশ নেন। সন্ধ্যায় বাইন্না পুকুর পাড়স্থ রামকৃষ্ণ আশ্রম পরিদর্শন শেষে রাউজানের জলিল নগরস্থ ঢেউয়াপাড়া জগন্নাথ সেবাশ্রম পরিদর্শন কালে ঢেউয়াপাড়া উদয়াচল সংসদের সুধী সমাবেশে অংশ নেন এবং পূজার্থীদের সাথে কুশল বিনিময় করেন।

রাউজান পৌর এলাকার পশ্চিম রাউজান জনকল্যণ সমিতি পূজা মণ্ডপ, রামকৃষ্ণ সেবাশ্রম পূজা মণ্ডপ ও ঢেউয়াপাড়া জগন্নাথ সেবাশ্রমে উদয়াচল সংসদ আয়োজিত পূজা মণ্ডপ পরিদর্শন ও সুধী সমাবেশে প্রধান অতিথি ও বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম রেঞ্জ এর অতিরিক্ত ডিআইজি জাকির হোসেন খান ও চট্টগ্রাম জেলা পুলিশ সুপার এস এম রশিদুল হক।

উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি ইউপি চেয়ারম্যান প্রিয়তোষ চৌধুরীর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম জেলা পুলিশ সুপার রশিদুল হক, রাউজান উপজেলা নির্বাহী কর্মকর্তা জোনায়েদ কবির সোহাগ, রাঙুনিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার আনোয়ার হোসেন শামীম,রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল্লাহ আল হারুন, উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতি আনোয়ারুল ইসলাম, চট্টগ্রাম জেলা পুজা উদযাপন পরিষদের সভাপতি শ্যামল পালিত, পৌর প্যানেল মেয়র ও উপজেলা যুবলীগের সভাপতি জমির উদ্দিন পারভেজ,পৌর আ.লীগের সি.সহ সভাপতি জসিম উদ্দিন।

পুজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন রবিন্দ্র লাল চৌধুরী, রুনু ভট্টচার্য্য,তপন দে, সাংবাদিক প্রদীপ শীল,যিশু মজুমদার, উজ্জ্বল কান্তি দাশ, দিপলু দে দিপু, সবুজ দে ভানু, অশোক পালিত, টিপু কান্তি দে, ধীলন মুহুরী, অনুপ চক্রবর্তী।

পুজা মণ্ডপ পরিদর্শনকালে উপজেলা আওয়ামীলীগ ও অঙ্গসংগঠন সমূহের নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন পৌর আ.লীগের
সাধারণ সম্পাদক নূরুল ইসলাম শাহজাহান, উপজেলা আওয়ামীলীগের সহ দপ্তর সম্পাদক হাসান মোঃ রাসেল,পৌর আ.লীগের যুগ্ম সম্পাদক মুছা আলম খান চৌধুরী, সাংগঠনিক সম্পাদক আব্দুল লতিফ,উপজেলা যুবলীগের সহ সম্পাদক ছাবের হোসেন, উপজেলা ছাত্রলীগের সভাপতি জিল্লুর রহমান মাসুদ,পৌরসভা যুবলীগের সহ সভাপতি ফরহাদুল ইসলাম, যুগ্ম সম্পাদক আবু ছালেক, পৌরসভা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ আসিফ, উপজেলা ছাত্রলীগের যুগ্ম সম্পাদক তানভীর চৌধুরী, নাছির উদ্দিন, রাউজান কলেজ ছাত্রলীগের সভাপতি আরমান সিকদার, জুয়েল, ইমন, মোঃ এরশাদ প্রমূখ।

প্রধান অতিথিসহ অতিথিবৃন্দ প্রতিটি পুজা মণ্ডপ পরিদর্শনকালে পূজার্থীদের মাঝে শাড়ী বিতরণ করেন।

২৪ ঘণ্টা/রিহাম/নেজাম

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *