মাইজভান্ডারী গাউছিয়া হক কমিটি বাংলাদেশ দক্ষিণ ধর্মপুর শাখার তাওয়াল্লেদে গাউছিয়া মাহফিল সম্পন্ন

ফটিকছড়ি দক্ষিণ ধর্মপুর মাইজভান্ডারী গাউছিয়া হক কমিটি বাংলাদেশ দক্ষিন ধর্মপুরস্হ হাজি আব্দুল মালেক মার্কেট শাখার কার্যালয়ে ২৫অক্টোবর বাদে এশা শাখার উপদেষ্টা ফজল করিমের ব্যবস্থাপনায় বিশ্বঅলি শাহানশাহ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভান্ডারী( ক:) স্মরণে পবিত্র মিলাদে তাওয়াল্লেদে গাউছিয়া ও জিকিরে ছেমা মাহফিল অনুষ্ঠিত হয়।

সৈয়দ শায়ের জিয়াউদ্দীনের পরিচালনায় মাহফিলে অতিথি হিসাবে উপস্তিত ছিলেন কাতার প্রবাসী জনাব রিদোয়ান ভান্ডারী সংগঠনের উপদেষ্টা জনাব নুরু জাহাঙ্গীর আলম কন্ট্রাক্টর তাওয়াল্লেদে ও মিলাদ শরীফ পাঠ করেন উওর সর্তা দায়রা শাখার মৌলনা শহিদুল্লাহ্ মাইজভান্ডারী।

আলোচনায় অংশ নেন কড়িওয়ালা বটতল শাখার মৌলনা আব্দুল আল মামুন উপস্তিত ছিলেন কাতার প্রবাসী সিনিয়র সদস্য এমরান হোসেন রনি শাখার সভাপতি জাহেদুল আলম জাহেদ সম্পাদক মাসুদ সাংগঠনিক সম্পাদক সাব্বীর আলম,
সাইফু উদ্দীন চিশতি  মৌলনা ইকবাল হোসেন, মৌলনা সাইফুল ইসলাম, মৌলনা নাছির ইব্রাহীম, সাজ্জাদ, রিয়াজ, শহিদ, মজাহার, রিয়াদ, আরমান, জাহেদ, বাবু সহ এলাকার অনেক মুরব্বীগন।

দোয়া ও মোনাজাত করেন মৌলনা আব্দুল আল মামুন মাইজভান্ডারী জিকিরে ছেমা পরিবেশন করেন গায়ক রাশেদ ও তার দল পরে উপস্তিতিদের মাঝে তাবরুক পরিবেশন করা হয়।

কাতার প্রবাসী ফকির রিদোয়ান শাখায় তাশরিফ আনলে তাকে অএ শাখার পক্ষ হইতে ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *