পরিবেশ বান্ধব শিল্প প্রতিষ্ঠানেই বিনিয়োগ করছে বাংলাদেশ ব্যাংক

বাংলাদেশ ব্যাংকের জেনারেল ম্যানেজার খন্দকার মোর্শেদ মিল্লাত বলেছেন, মানুষের বাসস্থান এবং শিল্প-কারখানা তৈরীতে পরিবেশ সম্মত ইট, সিমেন্ট-লোহা ব্যবহার সকলের কাম্য। কিন্তু এসব উপাদান আমাদের চাহিদার তুলনায় অপ্রতুল। তাই বিশ্বের সাথে তাল মিলিয়ে ১০০ ভাগ পরিবেশ সম্মত ইট তৈরী করা সরকারের ভিশন ২০২১ এর একটি বৃহৎ উদ্যেগ।

সেই উদ্যেগকে সফল করতে পরিবেশ বান্ধব শিল্প প্রতিষ্ঠনেই বিনিয়োগ করছে বাংলাদেশ ব্যাংক। চলতি অর্থ বছরেই এ লক্ষ্যে চট্টগ্রাম অঞ্চলে ১৬টি প্রতিষ্ঠানে বিনিয়োগ করেছে।

শুধু বিনিয়োগ করেই দায়িত্ব শেষ নয়, বিনিয়োগকৃত অর্থের যথাযথ ব্যবহার, শিল্প প্রতিষ্টানের পন্য উন্নয়ন ও সরবরাহ পর্যন্ত তদারকি করছে। নয়তো এক সময় এসব প্রতিষ্ঠান ক্ষতির সম্মুখীন হলে রাষ্ট্রেরই ক্ষতি হবে।

তিনি সোমবার (২৮ অক্টোবর) ফটিকছড়ির শোভনছড়িতে বাংলাদেশ ব্যাংকের অর্থায়নে স্থাপিত ‘ফনিক্স সিরামিক্স এন্ড অটো ব্রিকস’ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অথিতির বক্তব্য এসব কথা বলেন।

এতে বিশেষ অতিথি ছিলেন, বাংলাদেশ ইনফ্রাসট্রাকচার ফাইন্যান্স ফান্ড লিমিটেডের প্রধান অপারেশন অফিসার সগীর হোসাইন খান, বাংলাদেশ কমার্স ব্যাংক এর ইভিপি, হেড অফ সিএমডি মো. জিয়াউল করিম, ফনিক্স সিরামিক্স এন্ড অটো ব্রিকস এর চেয়ারম্যান এটিএম পেয়ারুল ইসলাম, এম.ডি সরোয়ার উদ্দীন চৌধুরী শাহীন, ফ্যাক্টরী প্রকৌশলী মং জিন, সমাজ কর্মী এস এম মাসুদুল আলম মাসুদ, মো. মহিউদ্দিন, ম্যানেজার মো. আজিজ প্রমুখ।

প্রতিষ্ঠানের চেয়ারম্যান এটিএম পেয়ারুল ইসলাম বলেন, আন্তর্জাতিক মানের পরিবেশ বান্ধব অটো ব্রিকস এই প্রথম উত্তর চট্টগ্রামে এটি। নভেম্বরের শেষ সপ্তাহে এটি পুরোদমে উৎপাদনে যাবে। তখন কোন ধরনের হাতের স্পর্শ ছাড়াই এ কারখানায় দৈনিক ১ লক্ষ ৫০ হাজার পিস ব্রিকস উৎপাদন হবে। যা বিএসটিআই কর্তৃক স্ট্যান্ডার্ড নির্ধারিত এবং বুয়েট কর্তৃক পরীক্ষিত, উন্নত মানের
নিখুঁত, দৃষ্টি নন্দন, সাইজ অনুযায়ী প্রতিটি ইট একই মানের হবে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *